প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজী, শোকপ্রকাশ মমতার

রামকৃষ্ণ মঠ ও মিশনের বৈশ্বিক সদর দফতর বেলুড়ে তাঁর আজ শেষকৃত্য সম্পন্ন হবে। আজ দুপুর ৩.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত তাঁর দেহ মঠে শায়িত থাকবে।

0
82

হাওড়া: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজী মহারাজ। রবিবার রাতে আধ্যাত্মিক সংগঠন পরিচালিত একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রবীণ সন্ন্যাসীর মৃত্যুতে রামকৃষ্ণ মঠ ও মিশনে নেমে এসেছে শোকের ছায়া। শিষ্যরা বলছেন তাঁরা হারালেন তাঁদের এক গুরুত্বপূর্ণ অবিভাবককে। অমিয়ানন্দ মহারাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মঠ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিস্থানে রবিবার রাত ৮.২৫ নাগাদ তিনি মারা যান। সেখানে তাঁকে বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। মঠের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে স্বামী আমেয়ানন্দজী প্রায় দুই দশক ধরে জয়রামবাটি কেন্দ্রর এবং তিন বছর বিভিন্ন পর্যায়ে ঢাকা কেন্দ্রের প্রধান ছিলেন। শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “সন্ন্যাসীর কাজ এবং জীবন হাজার হাজার মঠ এবং মিশন অনুসারীদের জন্য একটি পথপ্রদর্শক হবে। তাঁর মৃত্যু আধ্যাত্মিক জগতে শূন্যতা সৃষ্টি করেছে। আমি স্বামী অমেয়ানন্দজী মহারাজের সকল শিষ্য ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

- Advertisement -

আরও পড়ুন- Market price: অগ্নিমূল্য সবজি, লক্ষ্মীপুজোর আগেই আগুন বাড়ছে বাজারদরের 

রামকৃষ্ণ মঠ ও মিশনের বৈশ্বিক সদর দফতর বেলুড়ে তাঁর আজ শেষকৃত্য সম্পন্ন হবে। আজ দুপুর ৩.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত তাঁর দেহ মঠে শায়িত থাকবে। সেই সময়ে তাঁর ভক্ত ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানানে পারবেন। আজই রাত ৯ টার সময় বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। বলা বাহুল্য যে তাঁর কাজ ও অবদান সকলের কাছেই চিরস্বরণীয় হয়ে থাকবে।