কেন্দ্রীয় বাহিনী দিয়েই সাগরদিঘিতে উপনির্বাচন হবে, জানাল কমিশন

0
22
Sagardighi Assembly by-election

খাস ডেস্ক: সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন (Sagardighi Assembly by-election) নিয়ে আগেই দিনক্ষণ জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। চলতি মাসের ২৭ তারিখ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আয়োজিত হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই আয়োজিত হবে সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন। এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিধানসভা কেন্দ্রে ২০২১-এ সাগরদিঘি থেকে জিতেছিলেন সুব্রত সাহা। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন সুব্রত সাহা। গত বছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আর তাঁর মৃত্যুর পরেই এবছর উপনির্বাচন হতে চলছে সাগরদিঘি বিধানসভায়।

আরও পড়ুন-“খোঁজ নিয়ে দেখুন তাপস মণ্ডল বিজেপির সঙ্গে যুক্ত”, ফের বিস্ফোরক ধৃত তৃণমূল নেতা

সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন জানাল, ২৪৬টি বুথে মোতায়েন করা হবে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর উপনির্বাচনের জেরে আগামী ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। যদিও এই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি, “মানুষ ভোট দেবে। কেন্দ্রীয় বাহিনী থাকুক আর না থাকুক। তাতে তৃণমূলের কোনও সমস্যা নেই আর থাকবেও না।”

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

উল্লেখ্য, সাগরদিঘির উপনির্বাচনের এবারে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ সাহা। তৃণমূল আর বিজেপির পাশাপাশি কংগ্রেস প্রার্থী হচ্ছেন ব্যারণ বিশ্বাস। যদিও বামেদের তরফ থেকে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি।