হিংসা বন্ধ না হলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি

0
114
প্রতীকী ছবি

বাঁকুড়া: রাজনৈতিক হিংসা অব্যাহত বাঁকুড়ায়। এবার বড়জোড়ার পখন্না গ্রামে বিজেপি নেতা প্রবীর চক্রবর্ত্তীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দূষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থী বলেন, ‘‘চাঁদাই, পখন্না এলাকায় গত কয়েক দিন ধরে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল। বিষয়টি পুলিশকে জানালেও কাজ হয়নি।’’

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠার দাবি দিলীপের

- Advertisement -

অবিলম্বে হিংসার ঘটনা বন্ধ না হলে ঘটনার প্রতিবাদে এবার তাঁরা পথে নামবেন বলেও জানান তিনি৷ যদিও শাসকদলের তরফে অভিযোগ উড়িয়ে দাবি করা হয়েছে, এসব ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই৷ কিছু ক্ষেত্রে জনরোষের ঘটনা ঘটছে৷ তবে আমরা মানুষকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি৷ পুলিশের দাবি, কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি৷ অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

অন্যদিকে ‘অসুস্থ’ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া সদর থানা এলাকার ধলডাঙ্গা মোড়ে। মৃতের নাম সুজন সরেন (২৩)৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিবাঁধের ঐ যুবক বাবা-মাকে সঙ্গে নিয়ে কোতুলপুরে দিন মজুরি খাটতে গিয়েছিলেন। আংশিক লক ডাউনের কারণে কাজ না হওয়ায় তাঁরা বাড়ি ফিরছিলেন। পথেই ওই যুবক অসহ্য পেটের ব্যথায় কাতরাতে থাকেন।

 

পরে ধলডাঙ্গা মোড়ে বাস থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷