পুলিশ আর গুণ্ডা এক হয়ে গেছে, মানুষ আতঙ্কিত: দিলীপ ঘোষ

0
84
bjp

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: গোটা রাজ্য জুড়েই মানুষ আতঙ্কিত৷ সকলেই নিজেদের অসুরক্ষিত মনে করছেন। এখন পুলিশ আর গুণ্ডা এক হয়ে গেছে। দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার বড়জোড়ায় দলের ‘পঞ্চায়েতি রাজ সম্মেলনে’ যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

আরও পড়ুন: তৃণমূলের ধিক্কার মিছিলে স্লোগান উঠল, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভাইরাল ভিডিও

- Advertisement -

কালিয়াগঞ্জ কাণ্ড ও মুখ্যমন্ত্রীর তরফে বিএসএফের দিকে অভিযোগের আঙ্গুল তোলা প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই! উনি বিএসএফের ভূত দেখছেন!’’ পুলিশের তরফে যেখানে আদালতে গিয়ে গুলি চালনার কথা স্বীকার করা হয়েছে সেখানে এভাবে ‘ন্যাকামি, চোকামি আর মিথ্যা কথা বলে ক’দিন চলবে’ বলেও তিনি প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: শুধু প্রাণ নয়, বাঁকুড়ার ডাক্তারবাবুদের দৌলতে বাড়িও খুঁজে পেলেন অসমের যুবক

আরও পড়ুন: ধেয়ে আসছে মোকা, ইয়াসের পুনরাবৃত্তির আশঙ্কায় তটস্থ সুন্দরবন

ময়নায় বিজেপি বুথ সভাপতি খুন ও অভিযুক্তদের একজন ছাড়া বাকিরা এখনো গ্রেফতার না হওয়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাফ জবাব, ‘’সিআইডি তদন্তে আমাদের ভরসা নেই৷ আমরা সিবিআই চাইছি, আদালত সিট গঠনের কথা বলেছে।’’ এখন পুরো বিষয়টি তারা নজরে রেখেছেন বলেও তিনি জানান। ডিএ আন্দোলন এদিনই ১০০ দিনে পড়লো ও কলকাতায় আন্দোলনকারীদের মহামিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘আন্দোলন চলুক, আমরা তাঁদের আছি।’’ একই সঙ্গে তাঁর ভবিষ্যদ্বানী, ‘‘এই সরকার পয়সা দেবে না!’’
এদিন বড়জোড়া হাই স্কুলে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দেওয়ার আগে দিলীপ ঘোষ কলেজ মাঠ সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন: বিজেপির কথাতেই কি সিবিআই চলে, দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে জল্পনা

আরও পড়ুন: Today Horoscope : দূর হবে মেষের আর্থিক বাধা, কর্কটের প্রেম যোগ, কেমন কাটবে আপনার দিন…