Petrol-Diesel Price: অব্যহত জ্বালানির দাম, দিশাহারা সাধারণ মানুষ, মাথাব্যথা নেই কেন্দ্রের

0
87

খাসখবর ডেস্ক: সমস্যার যেন শেষ ই হচ্ছে না। একের পর এক সমস্যা চলেই আসছে সাধারণ মানুষের জীবনে। একদিকে ঊর্ধ্বমুখী বাজার দর। অন্যদিকে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। তার দাম কমার কোনও নাম দেখা যাচ্ছে না। আর এই সবের জেরে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পরপর বেড়েই চলেছে জ্বালানির দাম। রবিববারও জ্বালানির দাম বাড়ল ৩৫ পয়সা করে। এবং এর জেরে দিশেহারা সাধারণ মানুষ। শুধু তাই নয়, জ্বালানির দাম বাড়ার পাশাপাশি দৈনন্দিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। বর্তমানে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।

- Advertisement -

আরও পড়ুন-Dhanteras: বাজেট কম, সোনা-রুপোর বদলে কিনুন এই জিনিসগুলি, মিলবে একই সুফল

দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ১০৯.৩৪ টাকা। পাশাপাশি সেখানে ডিজেলের দাম ৯৮ টাকা ০৭ পয়সা। দিল্লির চেয়েও বেশি মুম্বইয়ে। সেখানে প্রতি লিটারে পেট্রোলের দাম ১১৫ টাকা ১৫ পয়সা। আর ডিজেলের দাম হল ১০৬ টাকা ২৩ পয়সা।

এছাড়াও কলকাতায় এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৯.৭৯ টাকা। পাশাপাশি ডিজেলের দাম ১০১ টাকা ১৯ পয়সা। তবে এই ভাবে দাম বাড়তে থাকায় চিন্তায় পড়েছে সাধারণ মানুষসহ বাস-মিনিবাস মালিকরাও। যদিও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। তবুও কোনও রকম মাথাব্যথা নেই কেন্দ্রের।