‘বিরোধী দলগুলি একাধিক সংস্থাকে কাজে লাগিয়ে বিক্ষোভ করাচ্ছে’, অগ্নিপথ ইস্যুতে বিস্ফোরক BJP

0
24

খাস ডেস্ক: বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের দলের বিরুদ্ধে অভিযোগ থেকে শুরু করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের পাল্টা জবাব এবং অগ্নিপথ ইস্যু নিয়ে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার উত্তর কলকাতা শহরতলির সাংগঠনিক জেলার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আরও পড়ুন: Abhishek-Madan: সাংসদের প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক, লিখে ফেললেন কবিতা

- Advertisement -

দুধকুমার মণ্ডল প্রসঙ্গে বলেন, ‘ কেউ কোনও একজন নেতাকে ভালোবেসে বিজেপি করেন, কেউ আবার নীতি আদর্শকে ভালোবেসে দল করেন। দলের নিয়ম মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আঁচ দেশের পাশাপাশি বাংলাতেও পড়েছে। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। এ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘বিরোধী দলগুলি বেশ কিছু সংস্থাকে কাজে লাগিয়ে এমন পরিস্থিতি তৈরি করছে। ভারত বিরোধী কিছু শক্তিও এর পিছনে কাজ করছে। বিক্ষোভকারীদের ভুল বোঝানো হচ্ছে। ভারতীয় সেনা যৌবনের অভাবে ভুগছে তাই নতুন করে নিয়োগ প্রয়োজন। কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের মত অভিজ্ঞদের আদর্শ মেনেই নেওয়া।

কেকে-র অনুষ্ঠানের জন্য ৫০ লক্ষ টাকা কোথা থেকে এসেছে, এই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এই প্রসঙ্গে শাসক দলকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘ছাত্র ভর্তির নামে তৃণমূল টাকা তোলে। ছাত্র সংসদের নির্বাচনে গুলি চলেছে। তৃণমূল কংগ্রেস আসলে তোলাবাজির ব্যবসা করে। সৌগত রায়ের বয়স হয়েছে। শেষপ্রান্তে এসে ওনার হয়তো মনে হচ্ছে উনি পাপ করেছেন। তাই এই কথা বলেছেন।

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা বিধায়ক ফিরহাদ হাকিম এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর প্রসঙ্গে বলেন, ‘ওনারা অনেক পাপ করেছেন। এখন ত্রিপুরেশ্বরীর মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসুক। এতে হয়তো পাপস্খলন হবে।’