ভোট বয়কটের কথা শুনে মন্ত্রী বললেন, ‘আমও যাবে, ছালাও’

0
18
uadayn guha

কোচবিহার: ফের বিতর্কে উত্তরঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিদির দূত হিসেবে গ্রামে গিয়ে অনুন্নয়নের প্রসঙ্গে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে কার্যত মেজাজ হারালেন প্রাক্তন এই ফরওয়ার্ড ব্লক নেতা৷ রাস্তা সংস্কার না হওয়ায় এবারে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা৷ পাল্টা জবাবে মন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘ভোট বয়কট করলে আমও যাবে ঝালাও যাবে!’’ স্বভাবতই, মন্ত্রীর এমন বয়ানকে ঘিরে ক্ষোভের আগুনে ফুটতে থাকা বাসিন্দাদের মধ্যে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া৷ পরে স্থানীয় নেতৃত্বরা পরিস্থিতি স্বাভাবিক করেন৷ বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি বিধানসভার বড়কৈমারী অঞ্চলে৷

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় বেহাল রাস্তা। এদিন ওই এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷ মন্ত্রীকে হাতের কাছে পেয়ে রাস্তা সংস্কারের দাবি জানান বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দা সুশীলা বর্মন সহ কয়েকজন মন্ত্রীর সামনে পরিষ্কার জানিয়ে দেন, দীর্ঘদিন ধরে এলাকার বেহাল রাস্তা। রাস্তা সংস্কার না হলে ভোট দিতে যাবেন না। একদিকে যেমন রাস্তা সংস্কারের দাবি উঠে অন্য দিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় মন্ত্রীর কাছে নালিশ জানায় স্থানীয় বাসিন্দারা।

- Advertisement -

এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘ভোট বয়কট করে কোন সমস্যা সমাধান হয় না। ভোট বয়কট করলে আমও যাবে ছালাও যাবে!’’ মন্ত্রীর মুখে এমন কথা শুনে বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়৷ পরিস্থিতি সামলাতে আসরে নামেন স্থানীয় নেতৃত্বরা৷ মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘অনেক সময় মানুষের মধ্যে ক্ষোভ থাকে৷ মানুষ এরকম বলে৷ কিন্তু শেষ পর্যন্ত মানুষ ভোট দেয়৷ এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেউ হাতছাড়া করতে চায় না। সব কাজ হয়ে গিয়েছে এই দাবি করতে আমরা আসেনি। এলাকায় কি কি সমস্যা রয়েছে তা দেখতে এসেছি।’’ যদিও মন্ত্রীর এমন বক্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে৷ তাঁরা বলছেন, দিদির দূত হিসেবে এলাকায় এসে অনুন্নয়নের প্রশ্নে ঠান্ডা মাথায় গ্রামবাসীদের হুমকি দিয়ে গিয়েছেন মন্ত্রীমশায়৷

আরও পড়ুন: মিড ডে মিলে কারচুপি, জেলে যেতে হবে ডিএম, বিডিওকে, হুঁশিয়ারি শুভেন্দুর