বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম ছবি, কেমন সংসার করছেন Roosha

0
1042

বিনোদন ডেস্ক: সদ্য বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি দেবেন অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যম’কে। দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবন’কে টাটা বাই বাই করে নতুন জীবন শুরু রুশার।

আরও পড়ুন: ৫০ কোটির ফ্ল্যাট থেকে অডি, বিয়েতে কি কি উপহার পেলেন Rahul-Athiya

- Advertisement -

বিয়ের পর কম কথা শুনতে হয়নি অভিনেত্রী’কে কখনও ‘গোল্ড ডিগার’, আবার কখনও ‘লোভী’। তবে বেশি কটাক্ষ করা হয় অভিনেত্রীর স্বামী অনুরণন রায়চৌধুরী’কে। তাঁর বাহিক্য সৌন্দর্যের কারণে বার বার তাঁকে কাঠগড়ায় তোলা হয়। একবিংশ শতাব্দির যুগে দাঁড়িয়ে যা অত্যন্ত লজ্জাজনক। তবে কোনও কথা গায়ে মাখতে নারাজ রুশা। স্বামী-শ্বশুর বাড়ি নিয়ে এখন চুটিয়ে সংসার করতে ব্যস্ত সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বর’কে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে সারা মুখে কেক মেখে অনুরণন রায়চৌধুরী। ছবিতে এক ফ্রেমে রুশা আর তাঁর পরিবার’কেও দেখা গিয়েছে। অভিনেত্রীর ভাই রূপান্তরের জন্মদিন উপলক্ষে এই আয়োজন। শালাবাবু’র জন্মদিনে অন্য মেজাজে দেখা গেল অনুরণন’কে।

 

আরও পড়ুন: Pathaan’র জন্য হল পাচ্ছে না বাংলা ছবি, শাহরুখ’কে নিয়ে কি বললেন Kaushik Ganguly

সামনের ফেব্রুয়ারিতে আমেরিকা উড়ে যাবেন রুশা। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা দেন অভিনেত্রী। ধারাবাহিকে আই পি এস অফিসারের ভূমিকায় দেখা যায় তাঁকে। ‘তোমায় আমায় মিলে’ ছাড়াও ‘মহাপীঠ তারাপীঠ’, শ্রীময়ি একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে রুশা চট্টোপাধ্যায়’কে।