School: কবে থেকে খুলছে স্কুল, কি বলছে বিকাশ ভবন

0
405

খাস খবর ডেস্ক: করোনা আবহে ২০২০ সালের মার্চ থেকেই দেশের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশের বেশ কয়েটি রাজ্যে স্কুল খুললেও বাংলায় এখনও বন্ধ রয়েছে বিদ্যালয়ের দরজা। পুজোর পরেই স্কুল খোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে স্কুল খোলার ব্যাপারে আরও একধাপ এগল বিকাশ ভবন।

আরও পড়ুনঃ PM Modi : “করোনা কালে কর্তব্য পালন করেছে ভারত” বললেন মোদী

- Advertisement -

একেই লকডাউন দীর্ঘদিন স্কুল বন্ধ, তারওপর আমফান-ইয়াসের মত ঝড়ে অনেক স্কুলই ক্ষতিগ্রস্ত হয়েছে। কথাও দেওয়াল, দরজা জানালা ভেঙেছে, আবার কথাও স্কুলের ইলেকট্রিক ব্যবস্থা খারাপ হয়েছে। তাই তা সারাতে কত টাকা লাগতে পারে, তা জানতে আগেই গুগল ফর্মের মাধ্যমে বিকাশ ভবন একটা আপডেট দিয়ে রেখেছিল। পাশাপাশি, সেই তথ্যই জানতে চেয়ে জেলাশাসকদের চিঠি দেয় বিকাশ ভবন। তাই, স্কুল সারাতে কত টাকা লাগবে, সে ব্যাপারে জেলাশাসকদের খরচের তালিকা পাঠাতে বলে বিকাশ ভবন।

আরও পড়ুনঃ TMC : নাইট কারফিউ উড়িয়ে রাতের আঁধারে রঙিন পার্টি, বেলঘরিয়ায় প্রকাশ্যে শাসকের কোন্দল

তথ্য জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৫ সেপ্টেম্বর। এরই মধ্যে সেই তালিকা হাতে পেয়েই পরবর্তী পদক্ষেপ নেয় বিকাশ ভবন। জেলায় কোন স্কুলে কি ক্ষতি হয়েছে সেই সমস্ত তথ্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেই সমস্ত স্কুলগুলির মেরামতির জন্য রাজ্যপাল ১০৯ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। খুব শীঘ্রই মেরামততির কাজ শুরু হবে বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে, অগাস্টেই স্কুল খোলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “পুজোর পরই স্কুল খুলবে রাজ্যে। আগেই তা ঘোষণা করা হয়েছিল। পুরো স্কুল স্যানিটাইজ করে তারপর তা খোলা হবে। তবে তা হবে যদি তৃতীয় ঢেউ না আসে। তৃতীয় ঢেউ যদি ভয়ঙ্কর না হয়।” সেই সময় করোনা সংক্রমণ ছিল ১ শতাংশের আশেপাশে। কিন্তু পুজোর মধ্যে সংক্রমণ বেড়ে গিয়েছে। পুজোর চার দিনে দৈনিক সংক্রমণের হার বেড়ে গিয়েছে ২.৯৩ শতাংশ। পজিটিভিটির রেট বেড়ে যাওয়ায় উগ্বিগ্ন চিকিত্সকরাও। সেক্ষেত্রে পুজো শেষ হলেও আদৌ স্কুল খুলবে কিনা, তা নিয়ে সন্দেহ হয়েছে। তবে স্কুল খোলার আগে আবশ্যিকভাবেই বিশেষজ্ঞদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হবে। তবে তার আগে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে বিকাশভবন।