আজ থেকে টানা ৫দিন বাতিল একাধিক ট্রেন, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা 

0
43
local train

খাস ডেস্ক: আজ থেকে টানা ৫দিন বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local train)। রেল লাইনে কাজের জন্য লোকাল ট্রেন (Local train) গুলি বাতিল করেছে কর্তৃপক্ষ। আর এই বাতিলের জেরে চরম ভোগান্তির শিকার হতে চলছেন নিত্যযাত্রীরা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার থেকে টানা ৫ দিন বর্ধমান কর্ড লাইনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local train)। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিও চলবে অন্য ঘুর পথে। বারুইপাড়া- চন্দনপুর শাখায় চতুর্থ লাইন বসানোর কাজ চলছে। তার ফলে সোমবার থেকে শুরু করে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত টানা ৫ দিন চলবে এই কাজ। এর ফলে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের বেশির ভাগ লোকাল (Local train) বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-Weather update: সপ্তাহের শুরুতেই কনকনে শীতের সম্ভাবনা, জানুন আবহাওয়ার পূর্বাভাস…

রেল সূত্রে জানা গিয়েছে, টানা ৫ দিন বাতিল থাকবে ৪২ টি লোকাল ট্রেন (Local train)। এছাড়াও বেশ কিছু শিয়ালদহ লাইনের ট্রেনও বাতিল থাকবে। পাশাপাশি ব্যাহত হবে দূরপাল্লার ট্রেন চলাচলও। মোট ৫৬ টি এক্সপ্রেস ট্রেন ঘুর পথে চলাচল করবে। হাওড়া- বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস এবং হাওড়া- রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। এই দু’টি ট্রেনে আপ এবং ডাউন দু’ দিকেই বাতিল থাকবে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এপ্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেল লাইনে কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি এপ্রসঙ্গে রেল ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একইসঙ্গে যাত্রীদের সুবধার্থে চার জোড়া স্পেশাল লোকাল ট্রেন (Local train) চলবে ওই পথে। হাওড়া-ডানকুনি লোকাল চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।