
খাস ডেস্ক: অবাধে উত্তুরে হওয়া প্রবেশ করছে রাজ্যে। জাঁকিয়ে শীত না পরলেও এই মুহূর্তে ভালোমতোই ঠাণ্ডার অনুভূতি হচ্ছে। সপ্তাহের শুরুতে আরও নামবে তাপমাত্রা পারদ। কারণ, আজ অর্থাৎ সোমবার থেকেই আরও বাড়বে উত্তুরে হওয়ার প্রভাব। যার ফলে বাংলার তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হবে। আর এই আবহাওয়াই আগামী কয়েকদিনেও বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানুন আবহাওয়ার পূর্বাভাস…
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্প ক্রমশ কমছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক।
আরও পড়ুন-Horoscope: সপ্তাহের শুরুতে একাধিক রাশি জাতকের বাড়বে দায়িত্বভার, জানুন রাশিফল
আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অন্তত ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রার পারদ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পতন লেগেই রয়েছে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে তাপমাত্রা ইতিমধ্যেই নামতে শুরু করেছে।
এদিকে, আজ অর্থাৎ সোমবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও কোথাও সকালবেলা হালকা কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।