Mukul Roy: মুকুল কার? বিতর্কের মাঝে স্পষ্ট করলেন মমতা

0
67
mamata on mukul roy

কলকাতা: মুকুল রায় (Mukul Roy) কার? বিগত কয়েক বছর ধরে কার্যত ধোঁয়াশায় ঘিরে এই প্রশ্নের উত্তর। সম্প্রতি মুকুল রায়ের দিল্লি যাত্রার মাঝে আরও একদফা এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানালেন, মুকুলের যাওয়া-আসাকে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। তবে তিনি নিখোঁজ বলে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় যে অভিযোগ দায়ের করেছেন, সেটাকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন :“কিছুই বলবো না”, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জবাব অয়ন শীলের মা অমিতা শীলের

- Advertisement -

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুকুল নিয়ে প্রশ্ন উঠলে তিনি সাফ জানান, ‘‘উনি তো বিজেপির বিধায়ক। ওঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে বলে শুনেছি। কেউ যদি বাবা মিসিং বলে ডায়েরি করে, তবে প্রশাসনের কাজ তিনি কোথায় আছেন, তিনি ভাল আছেন কি না তার খোঁজ নেওয়া।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা ছোট ব্যাপার। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভাল। তবে মিসিং অভিযোগটা গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন :Water Crisis: যেন বংশপরম্পরায় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জল সংকট

আরও পড়ুন :“হাত-পা আগেই গিয়েছিল এবার মাথাটাও গিয়েছে”, তীব্র গরমে কম্বল বিতরণ করে সমালোচনার মুখে তৃণমূল বিধায়ক

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপির টিকিটে বিধায়ক হন মুকুল (Mukul Roy) । কিন্তু এক মাসের মধ্যেই তিনি সপুত্র তৃণমূলে ফিরে যান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয় মুকুলের প্রত্যাবর্তন । এর পরে বিজেপি পরিষদীয় দল মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি তুলেছে। বিষয়টি আদালতেও যায়। কিন্তু শেষ পর্যন্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিরই বিধায়ক।