মাছ বিক্রেতার বাড়িতে ‘যখের ধন’, টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

0
67

মালদহ: মালদহের গাজোলে এক মাছ বিক্রেতার বাড়িতে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করে সিআইডি। টাকা গুনতে নিয়ে আসা হয় যন্ত্র। একজন মৎসজীবীর বাড়ি থেকে কত টাকা উদ্ধার হল জানেন।

আরও পড়ুন: মোদীর সরকারের ‘দুই ভাই’ রয়েছে, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি, কটাক্ষ কংগ্রেসের

- Advertisement -

সিআইডি সূত্রে খবর, মালদহের গাজোলের বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালায় সিআইডির একটি দল। সেখান থেকেই বিপুল টাকা উদ্ধার হয়। টাকা গোনার জন্য আনা হয় টাকা গোনার মেশিন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে টাকা গোনার কাজ শেষ হলে তদন্তকারীদের তরফে জানানো হয় জয়প্রকাশের বাড়ি থেকে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: Sonali Phogat-এর নামে চলত অবৈধ তোলাবাজির কাজ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

মাছ বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এই বিপুল অংকের টাকার উৎস জানতে তদন্ত করা হবে। তবে স্থানীয়দের তরফে জানা গিয়েছে, কয়েক বছর আগে পৈতৃক জমি বিক্রি করে নিজের ভাগের টাকায় কোনরকম ভাবে একটি বাড়ি তৈরি করেছিলেন। মাছ বিক্রি করেই অভাবের সংসার চলে। জয়প্রকাশের কাছে এত টাকা মজুত আছে জানতে পেরে তারাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না।