শান্তিপূর্ণ ভোট করার কথা বলেন না মমতা, দাবি মোদীর

0
99

খাস খবর ডেস্ক: তৃণমূল জমানায় রাজ্যে অনুষ্ঠিত সকল নির্বাচনকে ঘিরে দেখা গিয়েছে হিংসার ছবি। যা নিয়ে বিতর্কের অন্ত নেই। এই অবস্থায় একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানালেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কখনই চান না যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হোক।

আরও পড়ুন- ক্ষমতায় এলে ছ’মাসের মধ্যে এইমসের ভূমিপুজো, হেমতাবাদে ঘোষণা অমিতের

- Advertisement -

বর্ধমান, নদিয়া জেলার পরে উত্তর ২৪ পরগণা জেলার বারাসতে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়েই তৃণমূলকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়) কখনই শান্তিপূর্ণ ভোটের কথা বলেন না। পশ্চিমবঙ্গের মানুষ তাঁর উদ্দেশ্য বুঝতে পেরে গিয়েছেন। তিনি জানেন যে বিজপি বিপুল ভোট পেয়েছে।”

আরও পড়ুন- শীতলকুচির ঘটনায় যে কোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন অমিত শাহ

প্রথম চার দফায় বাংলায় ভোট দানের হার ছিল ৮০ শতাংশের বেশি। সাধারণত এই প্রকারের ঘটনা সরকার বিরোধী মতের ইঙ্গিত দেয়। মোদী দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনই চাইছেন না যে ভোটের হার বেশি হোক। সেই কারণেই তৃণমূল হিংসার আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন মোদী। এই সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় ঘটছে বলেও দাবি করেছেন মোদী।

আরও পড়ুন- সাম্প্রদায়িক সংঘর্ষে অগ্নিগর্ভ রাজস্থানের বারন জেলা, জারি কার্ফু

এদিন প্রধানমন্ত্রী যখন বারাসতে পৌঁছেছেন সেই সময়ে বিকেল হয়ে গিয়েছে। সূর্যের আলো প্রায় অস্তমিত। সভায় আগত ব্যক্তিদের যারা মোবাইল উচিয়ে ছবি তুলছিলেন তাদের ক্যামেরার ফ্ল্যাশলাইট অন ছিল। যা দেখে মোদী বলেছেন, “মোবাইল দেখে মনে হচ্ছে আজই মে মাসের ২ তারিখ। আর বিজেপি জিতে গিয়েছে।” বঙ্গবাসীর ভালোবাসায় আপ্লুত মোদী আরও বলেছেন, “সুদ সমেত এই ভালোবাসা আমি ফিরিয়ে দেব।”

আরও পড়ুন- রাশিয়ার টিকা স্পুটনিক ভি’কে ছাড়পত্র দিল কেন্দ্র, তৃতীয় ভ্যাকসিন পেল ভারত