দীর্ঘ অপেক্ষা, এতদিনে মিড ডে মিল চালু হল বাঁকুড়ার এই স্কুলে

এই স্কুলে রয়েছে ১ হাজারের বেশি ছাত্রী।

0
35
mid day meal bankura school

খাসডেস্কঃ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে শুরু হল মিড ডে মিল। অভিযোগ স্কুলে পর্যাপ্ত জায়গা না থাকায় এতদিন মিড ডে মিল( Mid day meal) চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন :রাহুলের মধ্যে তিনি দেখেছেন মহত্মা গান্ধীকে, কেন, সেই ব্যাখাও দিলেন কংগ্রেস বিধায়ক

- Advertisement -

সালটা ১৯৯৫। দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ের প্রতি আকর্ষিত করার জন্য মিড-ডে মিল প্রকল্পের সূচনা হয়। কেন্দ্রীয় সরকারের অধীনে ‘ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন এটি সূচনা করে। ২০০২ সালে প্রকল্প অনুসারে রান্না করা খাদ্য ও সরবরাহ করা শুরু হয় এবং প্রাইমারি ছাড়াও অন্যান্য বিদ্যালয় এর আওতায় আসে। ধাপে ধাপে বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে শুরু হয় মিড ডে মিল। পেটের টানে বহু দরিদ্র পরিবারের খুদেরা ছুটে যায় স্কুলে। পুষ্টি ও শিক্ষা একইসঙ্গে চলতে থাকে সমানতালে।

আরও পড়ুন :কার্যত রীতি ভেঙে কী জানালেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর, ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রেপো রেট

শুরু থেকেই অন্য ছবি দেখা গিয়েছিল বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে। কিংবা বলা যেতে পারে কোন ছবিই তৈরি হয়নি। এই স্কুলে রয়েছে ১ হাজারের বেশি ছাত্রী। অভিযোগ এত পড়ুয়ার জন্য স্কুলে রান্না করা ও খাওয়া-দাওয়ার প্রয়োজনীয় জায়গা নেই। তাই আর পাঁচটা সরকারি স্কুলের মতো মিড ডে মিল পাইনি বাঁকুড়া গার্লস প্রাইমারি।

দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রতিটি ছাত্র ছাত্রীদের জন্য দুটি করে টিফিন ক্যারিয়ার বরাদ্দ থাকবে। একটি টিফিন বক্সে খাবার দেওয়ার পর খালি টিফিন বক্সটি পড়ুয়াদের থেকে নিয়ে নেওয়া হবে। পরের দিন খালি টিফিন বক্সে টিফিন ভরে দেওয়া হবে। উদ্বোধনের দিন বিশেষ ব্যবস্থা রাখা হয় পড়ুয়াদের জন্য। বরাদ্দ মিলের পাশাপাশি ২ টি করে কলা ও একটি করে আপেল দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থাৎ প্রথম টিফিন ক্যারিয়ার (Mid Day Meal) ছাত্রীর হাতে তুলে দেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা মজুমদার।  স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বরূপ কর্মকার জানান, প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি রান্নাঘরের ব্যবস্থা করে, সেখানে খাবার রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরে স্কুলে আনা হচ্ছে। স্কুল থেকে সেই টিফিন ক্যারিয়ার ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।