মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য চালু হতে চলেছে ‘মেরি সহেলি’

0
47
Berth

মালদহ: এবার মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য নয়া সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এই নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মেরি সহেলি’। এখন থেকে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ যাত্রীরা ফোন করলে দূরপাল্লার ট্রেনগুলিতে মহিলা নিরাপত্তারক্ষীরা প্রতিটি ট্রেনে উপস্থিত হয়ে মহিলা যাত্রীদের কাছে সরাসরি পৌঁছে গিয়ে সফর করার সময় কোনরকম সমস্যা হচ্ছে কিনা সেটা সরাসরি জানাবে। পাশাপাশি মহিলা যাত্রীদেরকে সচেতনতা করাও তাদের একটি লক্ষ্য।

এই পরিষেবা চালু হওয়ার ফলে মহিলাদের রেল যাত্রা আরো বেশি সুরক্ষিত ও নিরাপদ হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। মালদহ রেলওয়ে ডিভিশনের আরপিএফ কমান্ড্যান্ট রাহুল রাজ জানান, মহিলা কর্মীরা রেলের যাত্রী সুরক্ষার বিষয় নিয়ে কাজ করে চলেছেন। সারা ভারতের সঙ্গে মালদহ ডিভিশনে রেলদফতরের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ।

- Advertisement -

আরও পড়ুন: BREAKING: ক্লাব দখল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র মুচিপাড়া, গ্রেফতার বিজেপি নেতা

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেল চলাচল করার সময় কোন মহিলা যাত্রী অসুবিধায় পড়লে তারা অনেক সময় পুরুষ নিরাপত্তা কর্মীদেরকে বলতে পারেন না। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ মনে করেছে নিরাপত্তার জন্য মহিলা কর্মীদের নিযুক্ত করা হচ্ছে । তাই রেল চলাচলের সময় কোন মহিলা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করলেই মহিলা নিরাপত্তাকর্মীরা সেই মহিলা যাত্রীর কাছে গিয়ে পৌঁছে যাবে এবং তাদের সমস্যার সমাধান করবে।

রেল দফতরের এই প্রচেষ্টায় অনেক পুলিশ ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। মালদহ রেলওয়ে ডিভিশনে এই পরিষেবা চালু করে দু’মাসের মধ্যে দুটো ঘটনায় ভালো সাফল্য পেয়েছে আরপিএফ মহিলা কর্মীরা।