“দীর্ঘজীবী হোক ২০ মে”, অভিষেককে সিবিআই জেরার মাঝেই টুইট মমতার

0
63
Abhishek Banerjee on abhishek banerjee

খাসডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। কাকতলীয়ভাবে আজকের দিনে ১২ বছর আগে বাংলার মাটিতে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা (mamata banerjee)। ২০১১ সালের ২০ শে মে দিনটিকে স্মরণ করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘রাজ’ চলছে। এই অভিযোগ তুলে ধরলেন আরও একবার।

- Advertisement -

আরও পড়ুনঃবার ডান্সারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাড়ির মালিক

বাংলার তিন বারের মুখ্যমন্ত্রী জানালেন, এখন তাঁর কাজ আরও বেশি কঠিন। শনিবার টুইটে মমতা লেখেন, ‘‘২০০১ সালে এই দিনে আমরা ৩৪ বছরের দানব শাসনকে উৎখাত করে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষের সরকার গঠনের শপথ নিয়েছিলাম। সেই অঙ্গীকারের আজ পুনর্নবীকরণ করছি এবং জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করছি।’’ এর পরেই ‘অসুবিধার’ কথা বলেন মমতা। লেখেন, ‘‘কেন্দ্রে স্বৈরাচারী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে। কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে আছেন। মিছিলে আছেন। দীর্ঘজীবী হোক ২০ মে।’’

আরও পড়ুনঃRBI ২০০০ টাকার নোট বাতিল ঘোষণার পরেই সরকারি অফিস থেকে উদ্ধার ২ কোটি ৩১ লক্ষ টাকা

আরও পড়ুনঃএসএসকেএমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মদনের, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে প্রশ্নের মুখে ফেলে দিলেন শাসকদলের বিধায়ক

প্রসঙ্গত আজ অর্থাৎ শনিবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন অভিষেক (abhishek banerjee) । সূত্রের খবর অভিষেকের উদ্দেশে ১০ টি প্রশ্ন প্রস্তুত করেছে সিবিআই (CBI)  টিম। যেখানে কুন্তল ঘোষের চিঠি সহ একাধিক প্রসঙ্গ উঠে এসেছে। অভিষেকের জন্য সিবিআই এর একটি স্পেশাল টিমও রাখা হয়েছে। যেখানে এসপি, ডিএসপি, ডিআইজি পদ মর্যাদার আধিকারিকরা রয়েছেন। যদিও সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অভিষেক চিঠি দিয়ে জানান, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। পাশাপাশি চিঠিতে অভিষেক জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৯ তারিখ নোটিস দিয়ে তাঁকে ২০ তারিখেই হাজিরার নির্দেশ দিয়েছে। এক দিনেরও কম সময় পাওয়ায় তিনি বিস্মিত। দু’মাস ব্যাপী তৃণমূলের জনসংযোগ যাত্রা কর্মসূচির মধ্যে ছিলেন। সেই যাত্রা মাঝপথে থামিয়ে তাঁকে হাজিরার জন্য কলকাতায় চলে আসতে হয়েছে। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেই যথাসময়ে হাজিরা দিচ্ছেন, চিঠিতে জানান অভিষেক। অভিষেক আরও জানিয়েছেন, তিনি ইতিমধ্যে বিচারপতি সিন্‌হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। ২২ মে, সোমবার, শীর্ষ আদালতে তাঁর মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।