শান্তিপুরের রাস উৎসবে অংশ নিলেন মমতা

0
63

সুরজিৎ দাস, নদিয়া: টানা তিনদিনের সফরে নদিয়ায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই কৃষ্ণনগরের কর্মীসভা থেকে বক্তব্য রেখেছেন মমতা। শান্তিপুরের রাস উৎসবে অংশ নেওয়ার কথা ছিল মমতার। সেই মতোই এদিন সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তৎপর ছিল পুলিশ। এবার শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব দেখতে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 কৃষ্ণনগরের সভা সেরেই শান্তিপুরের মাটিতে পা রাখলেন মমতা। শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে প্রবেশ করে বিগ্রহ ঠাকুর দর্শন করেন। নিজের হাতেই শ্যামসুন্দর জিওকে আরতি করেন, পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন শ্যাম সুন্দর জিউর কাছে। এরপরেই তিনি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি ছেড়ে শান্তিপুরের আরও এক ঐতিহ্যবাহী গোস্বামী বাড়ি বড় গোস্বামী বাড়িতে যান বিগ্রহ দেবতা দর্শন করার জন্য। সেখানেও একইভাবে বিগ্রহ দেবতার কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -

বুধবার শান্তিপুরের রাস উৎসবের দ্বিতীয় দিন। কিন্তু গোটা শান্তিপুরে কড়া নিরাপত্তা থাকার কারণে বহিরাগত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেননি। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিকে নো এন্ট্রি জোন করা হয়। শান্তিপুরের রাস উৎসবে এসে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এই সময় নদিয়া জেলাকে বেছে নিয়েছি একমাত্র রাস উৎসব দেখার জন্য।। আজকে আমি শান্তিপুরের রাস উৎসব দেখতে পেয়ে খুবই গর্বিত বোধ করছি।’

তবে নদিয়াতে একদিকে যেমন জনসভা এবং প্রশাসনিক বৈঠক, অন্যদিকে একইসঙ্গে শান্তিপুরের রাস উৎসবে শামিল! আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলের অঙ্গই কি এই রাস উৎসবে সামিল হওয়া! তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।