Madan Mitra বনাম Arjun Singh, খেউড়ে তপ্ত বাংলার ভোটের উঠোন

0
421

খাস ডেস্ক: কয়েকদিন বাদেই রাজ্যে দ্বিতীয় দফার পুরভোট। ভোট প্রচারে জোর লাগিয়েছে বঙ্গ বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বড় বড় মুখ দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছেন। শুভেন্দু অধিকারীর বিধায়ক মদন মিত্রের এলাকা কামারহাটিতে একটি সভায় যোগদান করার কথা। এই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না এমএম। এদিকে দলের নেতার পাশে দাঁড়িয়ে কামারহাটির বিধায়ককে পাল্টা নিশানা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

আরও পড়ুন: বাজারে এল করোনার নতুন অ্যান্টিভাইরাস, জানালেন অভিনেত্রী সায়ন্তিকা

- Advertisement -

ভোট প্রচারে শুভেন্দু আসছে, এবিষয়ে মদন মিত্রকে প্রতিক্রিয়া জানাতে বললে তিনি এক মুহূর্ত দেরী না করে বলেন ‘দুয়ারে চোর আসছে। এখন ‘দুয়ারে শুভেন্দু’ নয় ‘দুয়ারে চোর’। তিনি কটাক্ষ করে বলেন, ‘চোর চোর চোরটা! শিশির বাবুর ছেলেটা।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবানীপুরে কোনওভাবে বেঁচে গিয়েছে। কামারহাটিতে এলে আরও বড় ঘটনা ঘটবে। এখানকার তৃণমূল কর্মী সমর্থকেরা ক্ষোভ দেখালে যা ঘটবে তার দায় নিতে হবে বিজেপিকেই।’

কাঁথি এলাকা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত। কিন্তু সেখানেই একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন। এনিয়েও আক্রমণ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, সাবধানে ঘোরাফেরা করুন। নিজের এলাকাতেই সামলাতে পারছেন না। গতকাল কাঁথিতেই কানের গোড়ায় চলে যাচ্ছিল।’

আরও পড়ুন: ৪ টি মামলার পরও রক্ষাকবচ, শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জেলা পুলিশ

মদন মিত্রের এই দাবিতে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘মদন মিত্র একজন মাতাল। তাঁর কথার উত্তর দেওয়ার কোনও মানে নেই। শুভেন্দু অধিকারীর ইচ্ছা হলে অবশ্যই কামারহাটি যাবে। দেখা যাবে কে আটকায়। মদনকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি নেতা বলেন, ‘ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। কে কোথায় যাবে তা ঠিক করবে মদন মিত্র, যে কিনা নিজের দলেই পাত্তা পায় না। রোজ দলের থেকে স্ট্রাইক পায়। সৌগত রায় তাঁকে ঘরে ঢুকিয়ে দিয়েছে।’ যোগ করেন, ‘এই ধরনের লোককে দিয়ে তৃণমূল ভোটের আগে সন্ত্রাস ছড়াতে চাইছে। আমার হাত ভেঙে দেবে বলেছিল। কিন্তু এখনও দুটো হাতই সম্পূর্ণ ঠিক আছে।’ টিভিতে নজর আসার জন্যই মদন মিত্র এই ধরনের মন্তব্য করেন বলে দাবি অর্জুন সিংয়ের।