“গোটা বাংলা জুড়ে মাকড়সার জাল বুনেছে তৃণমূল”

দুর্নীতি প্রসঙ্গে চাঁচাছোলা লকেট, মানহানি মামলার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

0
51
locket chatterjee

খাসডেস্ক : দুর্নীতিতে (corruption) নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েট নেতাদের। পঞ্চায়েত ভোটের সামনে স্বাভাবিকভাবে কোণঠাসা তৃণমূল। সুযোগ বুঝে দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে বিরোধী পক্ষ। এদিন শাসকদলকে একহাত নিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (locket chatterjee)। বিজেপি নেত্রী তথা সাংসদের দাবি, “হুগলিতে মন্ত্রী বিধায়ক অনেকেই যুক্ত আছে এই দুর্নীতিতে। চুঁচুড়ার বিধায়ক অনেককে চাকরি দিয়েছে বলে শোনা যাচ্ছে। অনেক তথ্য আছে। সময় হলেই একে একে বের করব। ধনেখালি, সিঙ্গুরেও অনেকে আছেন। সব সিবিআই-ইডির জালে ধরা পড়বে।”

আরও পড়ুন :নিয়োগ দুর্নীতি মামলায় ফেঁসে বিপাকে বনি, পাশে দাঁড়ালেন অভিনেত্রী-প্রযোজক এনা

- Advertisement -

লকেট চট্টোপাধ্যায় একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন। যার মধ্যমণি অবশ্যই ছিল দুর্নীতি। লকেট বলেন, “শান্তনুর বিষয়টা সবাই জানত। আমরা ভাবছিলাম কখন গ্রেফতার হবে। এটা একটা বড় জাল। এত বছর ধরে এই মাকড়সার জাল তৃণমূল গোটা বাংলায় ছড়িয়েছে। সিবিআই-ইডি এই জাল গোটাতে শুরু করেছে।” এদিন ধনেখালির গংগেসনগর বেলেপোতা গৌড় নিত্যানন্দ মঠে পানীয় জলের কল উদ্বোধন করতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজত হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (shantanu banerjee)। শনিবার আদালতে ধৃত তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান তুলে ধরেন ইডির আইনজীবী। ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে জানা গিয়েছে। বলাগড়ে রয়েছে শান্তনুর বিলাসবহুল দোতলা বাড়ি। গোটা বাড়ি ঘিরে ৭ টি সিসিটিভি ক্যামেরা। বাইরের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি, বারান্দায় রয়েছে ট্রেডমিল। জিরাটে রয়েছে বিলাসবহুল ধাবা। ধাবার ভিতরে রয়েছে লাউঞ্জ, হুক্কাবার। উল্টোদিকে রয়েছে ইচ্ছেডানা গেস্ট হাউস। সেটিও নাকি শান্তনুর। এমনটাই জানা যাচ্ছে । পাশাপাশি বলাগড়ে রয়েছে শান্তনুর বিলাসবহুল রিসর্ট।

আরও পড়ুন :কুঁড়ে ঘরে আগুন, কিছু বুঝে ওঠার আগেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৩ শিশু সহ পরিবারের ৫ সদস্য

লকেটের (locket chatterjee) মন্তব্যে পাল্টা মন্তব্য করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের দাবি “বিজেপির সাংসদ হওয়ার আগে লকেট তৃণমূলে ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের ভাল বান্ধবী লকেট চট্টোপাধ্যায়।মদনদারও বান্ধবী। পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছেন লকেট।” পাশাপাশি বিধায়কের দাবি, “এবার মানহানির মামলা করব।”