kolkata: ক্যাব ভাড়া করে ছিনতাই, ধারাল অস্ত্র দিয়ে চালককে আঘাত, গ্রেফতার দুই 

0
134

সল্টলেক: ষষ্ঠীর রাতে আপ ক্যাব ভাড়া করে সেই গাড়ি ছিনতাই করল দুষ্কৃতীরা। পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে ক্যাব চালককে আঘাত করে তারা। এরপর চালককে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাটি সল্টলেকের এডি ব্লকে। এই ঘটনায় এক মহিলাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ।

আরও পড়ুন-Durgapuja: এখনও লন্ডনের ‘ক্যামডেনের’ মিত্তলদের পুজোর ধারাবাহিকতা অক্ষুন্ন

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, ষষ্ঠীর গভীর রাতে দমদম এলাকা থেকে এক মহিলা ও এক পুরুষ একটি আপ ক্যাব ভাড়া করে। সেই সময় তারা ক্যাব চালককে বলে উল্টোডাঙ্গায় যাবে। উল্টোডাঙা যাওয়ার পর তারা বলে সল্টলেকে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে যখন ক্যাব চালক এডি ব্লকে ৩৪৪ নম্বর বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় আসে, সেখানে গাড়িটি দাঁড় করাতে বলে।

এরপর গাড়ির পিছনের সিটে বসে থাকা মহিলা একটি ধারাল অস্ত্র বের করে ক্যাব চালকের গলায় ধরে তার কাছে যা আছে সব দিতে বলে। এরপর চালকের কপালে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে গাড়ি থেকে চালককে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি ও মহিলা। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ ওই গাড়ির চালক।

আরও পড়ুন-ফাইনালে দলে ফিরতে পারেন রাসেল, সম্ভবত বাদ পড়ছেন সাকিব

চালকের অভিযোগের ভিত্তিতে গতকাল ডানলপ থেকে বান্টি রঞ্জিত ওরফে বাবু ও কাজল রাম ওরফে মিতালি এই দুজনকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। নিজেদের হেফাজতে নিয়ে ছিনতাই হয়ে যাওয়া গাড়ি উদ্ধার করবে ও এই চক্রের সঙ্গে কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।