অনুন্নয়নের ক্ষোভে তেতে উঠছে জঙ্গলমহল, ভোট বয়কটের ডাক

0
29

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: বারবার আবেদন নিবেদনই সার! বছরের পর বছর পেরিয়ে গেলেও গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। ফি বছর বর্ষায় গ্রামের সেই কাঁচা রাস্তাই হয়ে ওঠে চলাচলের অযোগ্য। এমনকি নদী পেরিয়ে গ্রামে যাওয়ার জন্য নেই সেতুও। সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে গ্রাম জুড়ে রয়েছে তীব্র জল সঙ্কট। তাই এবার আর আবেদন, নিবেদন নয়, নিজেদের দাবি আদায়ে গ্রামবাসীরা একত্রিতভাবে ভোট বয়কটের ডাক দিয়েছেন। রীতিমতো গ্রাম জুড়ে পোস্টার লাগিয়ে রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সেই বার্তাই পৌঁছে দিলেন বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের হানুলিয়া ও মাকা গ্রামের মানুষ।

আরও পড়ুন: ‘কে গান্ধীজিকে চা খাইয়েছিলেন, একমাত্র উনি জানেন’- মমতাকে কটাক্ষ দিলীপের

- Advertisement -

স্থানীয় সূত্রে খবর, অবস্থানগত দিক থেকে একেবারে দ্বারকেশ্বর নদের পাড়েই হানুলিয়া ও মাকা গ্রাম। এই দুই গ্রামের প্রায় সাড়ে ছ’শো বাসিন্দার প্রত্যেকেকেই যেকোন প্রয়োজনে ছুটতে হয় নদী পেরিয়ে কেঞ্জাকুড়া গ্রামে। ওই গ্রাম থেকে পায়ে হেঁটে দ্বারকেশ্বর নদ পেরিয়ে যেখানে আধ ঘন্টারও কম সময়ে পৌঁছে যাওয়া সম্ভব কেঞ্জাকুড়ায়, সেখানে সেতুর অভাবে দীর্ঘ ১২ কিলোমিটার ঘুরে, প্রায় ঘন্টা খানেক সময় ব্যয় করে সঞ্জীবনী সেতুর উপর দিয়ে পৌঁছাতে হয়। গ্রামবাসী কৃষ্ণ কুণ্ডু, ময়না সেনরা বলেন, ‘‘এই সমস্যার পাশাপাশি বেহাল কাঁচা রাস্তা আর পানীয় জলের সমস্যা তো আছেই।’’ গ্রামের দীর্ঘকালীন সমস্যা সমাধানের দাবিতে এবার তাই আসন্ন পঞ্চায়েত ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন হানুলিয়া ও মাকা গ্রামের মানুষ। গ্রামের দেওয়ালগুলি এখন ভোট বয়কটের পোস্টারে সেজে উঠেছে।

আরও পড়ুন: Horoscope Today : হঠাৎ করে চাকরিপ্রাপ্তির খবর মিলতে পারে মিথুন রাশির জাতকদের, আপনার…

গ্রামবাসীদের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপির স্থানীয় নেতা জীবন মণ্ডল, নির্বাচনের মতো গনতান্ত্রিক উৎসব বয়কটের সিদ্ধান্তকে সমর্থন না জানালেও গ্রামবাসীদের দাবিগুলিকে যথাযথ বলে জানিয়েছেন৷ অন্যদিকে শাসকদল তৃনমূলের স্থানীয় নেতৃত্ব শঙ্কর চক্রবর্তীর আশ্বাস, হানুলিয়া গ্রামের রাস্তাটি পথশ্রী প্রকল্পে দ্রুত পাকা করে দেওয়া হবে। পানীয় জলের সমস্যাও দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। তবে শুধু কথায় আর চিড়ে ভিজবে না৷ গ্রামবাসীদের সাফ কথা, আগে সমস্যার সমাধান, তবেই ভোট!

আরও পড়ুন: Cyclone Moka : কোন পথ দিয়ে যাবে ঘূর্ণিঝড় মোকা, রইল বিস্তারিত তথ্য