বিজেপি করা কি অপরাধ, প্রশ্ন তুলে বিক্ষোভ, অবরুদ্ধ খেজুরি

0
72

খেজুরি: বিজেপির বুথ সভাপতিকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে৷ ঘটনার প্রতিবাদে বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন বিজেপির কর্মীরা৷ একই সঙ্গে প্রশ্ন তুললেন, বিজেপি করা কিংবা বিজেপির নেতৃত্ব দেওয়া কি অপরাধ? ঘটনাস্থল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের খেজুরি৷

অভিযোগ, খেজুরি বিধানসভার কলাগেছিয়ায় বিজেপির বুথ সভাপতি গুরুপদ মাঝিকে মঙ্গলবার রাত্রে বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন দুষ্কৃতিকারী যুবক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়৷ রক্তাক্ত জখম ওই বিজেপি নেতাকে বুধবার সকালে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারে দাবিতেই এদিন অবরোধ-বিক্ষোভ কর্মসূচিতে নামেন বিজেপির নেতা-কর্মীরা। কলাগেছিয়ায় হেঁড়িয়া-বোগা সড়কে রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হন৷ যার জেরে অবরুদ্ধ হয়ে যায় খেজুরি৷ অবরোধের জেরে ব্যস্ততম এই রাস্তায় দু’পাশে যানবাহন আটকে পড়ায় যাত্রী ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন বিজেপি কর্মীরা।

- Advertisement -

হাসপাতালের বেডে শুয়ে জখম বুথ সভাপতি গুরুপদ মাঝি বলেন, “রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলাম, রাস্তায় ওরা ঘিরে ধরলো, মারধর করার সময় বলছিল- তুই বড় নেতা হয়ে গেছিস নাকি!’ খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, ” মঙ্গলবার ওরা ব্লক সভাপতিকে মারধর করেছিল৷ তার প্রতিবাদে অবরোধ কর্মসূচি করি, এখানেও ওরা হামলা চালায়৷’’ যদিও অভিযোগ উড়িয়ে খেজুরি-১ ব্লক তৃণমূল সভাপতি বিমানকুমার নায়ক বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই। এলাকায় সাবমার্সিবল পাম্পের পাইপলাইন পাতা নিয়ে মঙ্গলবার দুটি পরিবারের মধ্যে গণ্ডগোল হয়। একপক্ষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি গোটা ঘটনাটিকে রাজনৈতিক রঙ দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে৷’

আরও পড়ুন: মিড ডে মিলের চালের ড্রামে মরা টিকটিকি ও ইঁদুর…