মিড ডে মিলের চালের ড্রামে মরা টিকটিকি ও ইঁদুর…

0
43

চাঁচল: পড়ুয়াদের পুষ্টির স্বার্থে মিড ডে মিলে চিকেন দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য৷ কিন্তু সে গুড়ে বালি! দিনকে দিন স্কুলের খাবারের মান যেন নিম্নমুখী৷ কেন এমন হাল, তা খতিয়ে দেখতে বুধবার সকালে স্কুলে হাজির হয়েছিলেন অভিভাবকেরা৷ খানা তল্লাশি করতে পৌঁছে গিয়েছিলেন স্কুলের রান্নাঘরেও৷ সেখানে চালের ড্রাম খুলতেই চালের সঙ্গে দেখা মিলল মরা টিকিটিকি, এমনকি ইঁদুরেরও!

যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা৷ খবর পেয়ে হাজির হন অন্যরাও৷ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। মালদহের চাঁচল থানার সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাইমারী স্কুলের ঘটনা৷ খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

- Advertisement -

বাসিন্দাদের অভিযোগ, রুটিন অনুযায়ী পড়ুয়াদের খাবার দেওয়া হয় না। ডিম, মাছ ও মাংস দীর্ঘদিন ধরে বন্ধ। তাছাড়া ভাত সঠিক পরিমাণে দেওয়া হয় না। একই হাল সবজিরও। এই নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিলই৷ তাঁদের অভিযোগ, এই বিষয়ে প্রধান শিক্ষককে বারংবার বলেও সমস্যার সুরাহা হয়নি৷ এরই প্রতিবাদে এদিন স্কুলে হাজির হয়েছিলেন অভিভাবকেরা৷ সেখান থেকে হানা দেন রান্নাঘরেও৷ চালের ড্রাম খুলতেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড় তাঁদের৷
অভিভাবকদের ক্ষোভের মুখে নিম্নমানের খাবারের মানের কথা স্বীকার করে নেন স্কুলের মিড ডে মিলের রাঁধুনি তমিনা বিবি৷ তিনি জানান, এদিন ৪৫ জন পড়ুয়ারা জন্য ৫০০ গ্রাম ডাল রান্না করা হয়েছিল৷ স্থানীয় বাসিন্দা রাজিকুল ইসলামের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের জন্য স্কুলে পরিকাঠামো ভেঙে পড়েছে। মিড ডে মিলে অনেক দিন ধরেই গরমিল চলছে। আজ তা হাতেনাতে স্পষ্ট হল। একই সঙ্গে অভিভাবকদের অভিযোগ, স্কুলে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। একটি চাপাকল থাকলেও এক বছর ধরে বিকল হয়ে পড়ে আছে৷ সংস্কারের জন্য উদ্যোগী হয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ ফলে বাড়ি থেকে জল বয়ে আনতে হয় পড়ুয়াদের৷ এমনকি পড়ুয়াদের আনা জল পান করেন শিক্ষক শিক্ষিকারাও৷ জলের অভাবে স্কুলের শৌচালয়টিও পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। অগত্যা, ছাত্রছাত্রীরা স্কুলের পেছনে খোলা জায়গাতেই শৌচকর্ম সারে৷

যদিও অভিভাবকদের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল সাহা৷ তাঁর দাবি, ‘‘সরকারি নিয়ম মেনেই মিডডে মিলের খাবার দেওয়া হয়৷’’ চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেন, ‘‘অভিযোগ পেয়েছি৷ বিডিওকে তদন্ত করতে বলা হয়েছে৷ নিম্ন মানের মিড ডে মিল দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷’’

আরও পড়ুন: কনকনে ঠান্ডা, বাক্স থেকে বের হচ্ছে না মৌমাছির দল, দুশ্চিন্তায় মধু চাষিরা