স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানে উদ্দাম নাচ, পুলিশ ছাত্রের উদ্যোগেই যাবতীয় আয়োজন, জানালেন প্রধানশিক্ষক

প্রধানশিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে

0
105
malda school student dance

মালদহঃ বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে হিন্দি গানে (hindi song) তুমুল নাচ পড়ুয়াদের। উদ্দাম নাচের ভিডিও (dance video) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে হিন্দি গানের সঙ্গে চলে তুমুল নাচ। বিদ্যালয়ের প্রধানশিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের অভিভাবকদের। অভিযোগ অস্বীকার করে সাফাই দিলেন প্রধানশিক্ষক। মালদহের (malda) একটি স্কুলের ঘটনা।

আরও পড়ুন :ফের সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে ঝামেলা, এবার BSF এর বিরুদ্ধে মহিলা গ্রামবাসীদের মারধরের অভিযোগ

- Advertisement -

বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান। এই কথা মাথায় এলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে কবিতা, আবৃত্তি, নজরুল, রবীন্দ্রনাথের গান, সেই গানে তালে নাচ ইত্যাদি ইত্যাদি। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল হাই স্কুলের ঘটনা সমস্ত ছবিটাই পাল্টে দিল। বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে দেখা গেল হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ। অভিযোগ স্কুলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে এই সব চলে। জানা গেছে বিদ্যালয়ের অনুষ্ঠানসূচি নিয়ে আগাম হ্যান্ড বিলে ছাপানো হয়েছিল স্কুলের তরফে। সূচি মেনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেজে গুজে অনুষ্ঠানে হাজির হয় ছাত্রীরা। অভিযোগ তাদেরকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। তাদের সেই অনুষ্ঠান বাতিল করে হিন্দি গানের আসর বসানো হয়। অভিযোগের আঙুল বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাজেন্দ্র প্রসাদ সাহার দিকেই। যদিও প্রধানশিক্ষকের দাবি, বিদ্যালয়ের এক প্রাক্তন কৃতি ছাত্র পুলিশের উচ্চ পদে রয়েছেন। তার উদ্যোগে কয়েকটা হিন্দি গান হয়। সেখানে অংশগ্রহণ করেছিল সকল পুলিশেরাই। শতবর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই টুকুই। সবাই মিলে আনন্দ করা হয়েছে। মার্জিত ভাষায় কিছু গান হয়েছে। বাইরে থেকে কোন শিল্পী ছিল না। পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়”। যদিও সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের আমলে সারা রাজ্যে চলছে অপসংস্কৃতি, খোঁচা বিজেপির।

আরও পড়ুন :চলতি বছরে কমল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, প্রস্তুতিতে ঘাটতি রাখছে না মধ্যশিক্ষা পর্ষদ

আরও পড়ুন :‘প্রেমের প্রস্তাবে না…’, অক্ষয় নয় অজয়ের কারণে আত্মহত্যা করতে গিয়েছিলেন Raveena Tandon

সমগ্র ঘটনা নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত্যুঞ্জয় দাস নামে এক অভিভাবক। তার দুই কন্যা মালদহের (malda) ওই বিদ্যালয়ে পাঠরত। পাশাপাশি মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। মিড ডে মিল নিয়ে পাল্টা প্রধানশিক্ষকের দাবি, “সরকারি নিয়ম মেনে মিড ডে মিলের আয়োজন করা হয়। এমনকি শিক্ষকরাও মিড ডে মিল খায়।” এই সব কিছুর মাঝে শাসকদল তৃণমূলের আশ্বাস, এই ধরনের ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।