হিন্দু পুরাণে দেবতাদের থেকেও বেশি গুরুত্ব পেয়েছে সাপ, কেন জানেন

0
46

বিশ্বদীপ ব্যানার্জি: সাপকে কে না ভয় পায়? বিষধর কিংবা বিষহীন, সমস্ত ধরণের সাপেই ভয় আমাদের এদিকে আবার আরও একটি বিষয় পরিলক্ষিত সাপ নিয়ে। খেয়াল করে দেখুন, যে কোনও দেশের পুরাণে-ই সর্পজাতির একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সে গ্রীক-রোমান বা আমাদের হিন্দু পুরাণ, যা-ই হোক না কেন। বিশেষ করে হিন্দু পুরাণে তো দেবতাদের থেকেও বেশি গুরুত্ব পেয়েছে সাপেরা।

আরও পড়ুন: মাঘ মাসের রটন্তী কালীপুজো, জানেন কি এর তাৎপর্য

- Advertisement -

অন্যান্য পুরাণে-ও মানুষের পর সাপ ব্যতীত আর কোনও প্রাণী এতটা প্রাধান্য পায়নি। এর অন্যতম কারণ অবশ্যই মানুষের সর্পভীতি। গবেষণায় জানা গিয়েছে, বিশ্বের অধিকাংশ সাপ-ই বিষহীন। তবু তাদের দেখে থরহরিকম্প অবস্থা হয় আমাদের। এমনকি সাপের কামড়ে বিষক্রিয়ায় যত না মানুষের মৃত্যু হয়, তার থেকে বেশি লোক মারা যায় ভয়ে। ভয়েই হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়।

এটি অন্যতম কারণ, প্রধান কারণ নয়। হিন্দু পুরাণে সাপকে প্রাধান্য দেওয়ার প্রধান কারণ, সাপ হল কুণ্ডলিনী শক্তির প্রতীক। মূলতঃ সে কারণেই হিন্দু পুরাণে নাগ জাতি মহাদেবের প্রতিনিধি। আবার পালনকর্তা বিষ্ণু-ও শায়িত থাকেন অনন্ত নাগের ওপর, যিনি নাকি আবার পৃথিবীকে-ও নিজ মস্তকে ধারণ করেন। সমুদ্র মন্থনে দড়ির হিসেবে ব্যবহৃত করা হয়েছিল বাসুকি নাগকে। সব মিলিয়ে ভারতীয় পুরাণ তথা হিন্দু দেবদেবীদের সঙ্গে সাপেরা ওতোপ্রোতভাবে জড়িয়ে।‌

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

হিন্দু পুরাণে মূলতঃ আটজন নাগের কথা বলা হয়েছে। এঁদের একত্রে বলা হয়, অষ্টনাগ। এই অষ্টনাগ যথাক্রমে— অনন্ত, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীর, কর্কট এবং শঙ্খ। এদের অষ্ট মহানাগ-ও বলা যেতে পারে। বাদবাকি সাপেরা এঁদেরই অনুচর। শ্রাবণ মাসের নাগপঞ্চমী তিথি এবং মনসা পূজার দিন অষ্ট মহানাগের পুজো করতে হয়।