অচল নিকাশি ব্যবস্থা, বিক্ষোভ রায়গঞ্জ কর্নজোড়ায় সরকারি আবাসনের আবাসিকদের

0
33

উত্তর দিনাজপুর: আবাসনের বাইরে আটকে রয়েছে টানা দশদিনের বৃষ্টি জমা জল। নোংরা জলের দুর্গন্ধে এলাকায় থাকা অসম্ভব। তার ওপর আবার মশা, সাপ সহ নানান বিষাক্ত পোকামাকড়ের দংশনের আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীদের। এমনই দুরঅবস্থার মধ্যে রয়েছে রায়গঞ্জের কর্নজোড়ায় সরকারি আবাসনের আবাসিকদের।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্নজোড়ায় রয়েছে জেলা প্রশাসনিক কার্যালয় এবং সরকারি আবাসন। প্রায় পাঁচ হাজার আবাসিক থাকেন সরকারি আবাসনগুলিতে। দশ দিনের বেশি হল আবাসনের বিভিন্ন এলাকা জলের তলায় রয়েছে। টানা প্রবল বর্ষণের জেরে ওই এলাকা জলে প্লাবিত হয়ে গিয়েছে। উন্নত নিকাশির ব্যাবস্থা না থাকায় জমা জল বের হচ্ছে না। ফলে, প্রায় দশদিন ধরে বৃষ্টির জলে আটকে রয়েছেন বাসিন্দারা।

- Advertisement -

এই সমস্ত কিছুই প্রতিবাদে বৃহস্পতিবার সরকারি আবাসনে বসবাসকারী সরকারি কর্মচারী ও তাঁদের পরিবার সহ গোটা এলাকাবাসীরা আন্দোলনে নামে। আবাসনের মহিলা দলবদ্ধভাবে আবাসন দফতরের দায়িত্বে থাকা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। এরপর অফিস তালাবন্ধ করে দেন তাঁরা।

আবাসনের মহিলারা ওই আধিকারিকের দফতরে চড়াও হয়। বাসিন্দারা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার মিহির সরকারকে ওই নোংরা জমা জলে পায়ে হাঁটিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বাধ্য করেন।। আবাসিকরা যে ভয়াবহ অবস্থার মধ্যে আছে তা তুলে ধরেন।

আবাসিকদের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত আধিকারিক মিহির সরকার আশ্বাস দেন খুব শীঘ্রই বিকল্প ব্যবস্থা করে আবাসন এলাকা থেকে জল বের করা হবে। আর্থ মুভার দিয়ে ড্রেন কাটার উদ্যোগ নিয়েছে আবাসন দপ্তর।

এবিষয় ছবি দাস নামে এক আবাসিক জানালেন, প্রতিদিন জল ভেঙে বাজারঘাট করতে যেতে হচ্ছে। অফিস যেতে কর্মচারীদেরও সমস্যা হচ্ছে। আবাসনের শিশুরাও বিপদে পড়েছে। এই জমা জল নিকাশির জন্য বহুবার জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন তাঁরা। এমনকি কর্নজোড়ায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছেন। কিন্তু তাতেও সমাধান হয়নি।

এছাড়াও কুম কুম রায় নামে আরেক আবাসিক জানালেন, সমস্যার কথা জেনেও প্রশাসন নিশ্চুপ। এইভাবে আর কয়েকদিন থাকলে মহামারি আকার নেবে এলাকায়। অবিলম্বে এর প্রতিকার চাই।

এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার মিহির সরকার এরপরই আবাসন দফতর থেকে দ্রুত জল নিকাশির জন্য বিকল্প ড্রেন খোঁড়ার উদ্যোগ নেন। তিনি জানালেন, আবাসন চত্বরে বেশ কিছুদিন ধরেই বৃষ্টির জল জমে সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই, বিকল্প ড্রেন কেটে সেই জল বের করার কাজ শুরু করা হয়েছে।