‘দম থাকলে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে দেখাক কুণাল, জামানত জব্দ করে পাঠাব’

0
186

মিলন পণ্ডা, কাঁথি: লম্বা চওড়া বুলি আউড়ে লাভ নেই৷ দম থাকলে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে দেখাক কুণাল ঘোষ৷ জামানত জব্দ করে পাঠাব৷ বুধের দুপুরে পাল্টা হুঁশিয়ারি ছুঁড়ে দিল বিজেপি৷

ঘটনার সূত্রপাত, এদিন সকালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে চা চক্রে যোগ দিতে এসেছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ৷ সেখানে তিনি দাবি করেন, ‘‘পূর্ব মেদিনীপুরে ভোটে দাঁড়াতে আসিনি। নেত্রীর কথায় জেলার নেতাদের ঐক্য তৈরি করতে এসেছি৷’’ এই বিষয়েই কড়া প্রতিক্রিয়া সামনে এনেছে বিজেপির৷ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, ‘‘আসলে ওই নেতার (কুণাল ঘোষেরঃ কোনও বিশ্বাসযোগ্যতা নেই৷ সারদার নামে গরিব মানুষের টাকা চুরি করে সাড়ে তিন বছর জেল খেটেছে৷ ওকে সবাই চোর বলেই জানে!’’

- Advertisement -

খানিক থেমে এই প্রসঙ্গে টেনে এনেছেন একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষের সুরে অসীমবাবু বলেন, ‘‘ওদের কোম্পানির মালিক এখানে লড়তে এসেছিলেন৷ নন্দীগ্রামের মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছেন৷ শুভেন্দু হারিয়ে পর্যুদস্ত করে কলকাতায় ফিরিয়ে দিয়েছেন৷ পঞ্চায়েত ভোটের ফল দেখে কুণালও এই জেলা থেকে ভয়ে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে৷ কারণ, পূর্ব মেদিনীপুরের মানুষ চোরেদের সঙ্গে থাকে না৷ থাকে সততার সঙ্গে৷ সেই কারণেই এই জেলায় বিজেপির জয় জয়কার হবে৷’’

হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘‘লম্বা চওড়া বুলি আউড়ে লাভ নেই৷ দম থাকলে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে দেখাক কুণাল ঘোষ৷ জামানত জব্দ করে পাঠাব৷’’ বস্তুত, খাতায় কলমে পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্রই শাসকের দখলে৷ যদিও কাকতালীয়ভাবে কাঁথি এবং তমলুক লোকসভার সাংসদ যথাক্রমে শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং সেজো ভাই দিব্যেন্দু৷ কুণালের দাবি, এবারের লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভায় তৃণমূলের দখলে থাকবে৷ এই প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতির দাবি, ‘‘দাবি করতে অসুবিধে নেই৷ যে খুশি, যা খুশি দাবি করতে পারে৷ কাঁথিতে ৪৪ হাজার ভোটে আমরা এগিয়ে৷ তমলুকের অবস্থা বদলাচ্ছে৷ দুটো লোকসভায় আমরা মোদীজিকে উপহার দেব৷ আসলে গ্রাম পঞ্চায়েতের পর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের চোরেরা ধরা পড়ছে, মানুষ ধরিয়ে দিচ্ছে৷ বাকি চোরেদেরও জেলে ভরার জন্য মানুষ তৈরি হচ্ছে৷’’

আরও পড়ুন: প্রতারণার শিকার মমতা, ঘাড় ধরে টাকা ফেরানোর হুঁশিয়ারি বিজেপির