২০ কেজির কচ্ছপ ঘিরে চাঞ্চল্য মালদহে

0
68

নিজস্ব সংবাদদাতা, মালদহ: বাংলার বিভিন্ন প্রান্তে কচ্ছপ উদ্ধারের ঘত্না নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল ২০ কেজির কচ্ছপ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহ জেলায়।

আরও পড়ুন- আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত, একদিনে ৩৩ লক্ষের বেশি মানুষ ভ্যাকসিন পেল

- Advertisement -

মঙ্গলবার মালদহের রতুয়ার দেবীপুর এলাকায় একটি সুবিশাল কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এলাকায় সুবিশাল কচ্ছপ দেখতে পেয়ে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে ওজন করে দেখা যায় যে ওই কচ্ছপটি ২০কেজির।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে চলতি সপ্তাহের মঙ্গলবার রতুয়ার দেবীপুর জল ট্যাংকের কাছে। একটি আমবাগানে ঘোরাফেরা করতে দেখা যায় কচ্ছপটিকে। সেসময় স্থানীয়দের নজরে পরে কচ্ছপটি আর ওই কচ্ছপ দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

আরও পড়ুন- করোনা টিকাকরণের সচেতনতা বাড়াতে নয়া প্রয়াস সোনু সুদের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। দেবীপুর থেকে ওই কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মূল লক্ষ্য ছিল কচ্ছপটিকে বাঁচিয়ে রাখা। সেই কাজে সমর্থ হয়েছে রতুয়া থানার পুলিশ। পরে ওই সুবিশাল ২ কেজি ওজনের কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।