মুম্বই: দেশ জুড়ে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এর মাঝেই শুরু হয়েছে টিকাকরণ। চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। একেবারে শুরুর দিকে স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, চিকিৎসা-সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা হয়েছে।
পরে আরও বাড়ানো হয় টিকাকরণের পরিসর। ষাটোর্ধ্ব মানুষেরও টিকা প্রদান করা হতে থাকে। ধাপে ধাপে আপাতত ৪৫ বছর এবং তাঁর উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে কেন এখনও সকলের জন্য টিকাকরণ চালু করা হয়নি? তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে এর কারণ ইতিমধ্যেই ব্যাখ্যা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, অনেক ভাবনাচিন্তার পর এখন নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সীমাবদ্ধ রাখা হয়েছে। এই কারণেই সবাইকে টিকা দেওয়া হচ্ছে না।
এই টুইটের পালটা টুইট করেন পরিচালক হনসল মেহেতা। সম্প্রতি ছেলের ছবি দিয়ে একটি টুইট করেন তিনি। পরিচালক লেখেন, ”আমার ছেলে পল্লভের ২৬ বছর বয়স। ও ডাউন সিনড্রোমে আক্রান্ত। কয়েক বছর আগে ও শ্বাস সংক্রান্ত সমস্যায় ভুগেছিল। ওর কি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে নাকি নিতেই হবে?” ছেলেকে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তিনি।
My son Pallava is 25 years old. He has Downs Syndrome. He has suffered from a near fatal respiratory failure a few years ago. Does he want the vaccine or does he need it? pic.twitter.com/zG5wuIa2t1
— Hansal Mehta (@mehtahansal) April 7, 2021
উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন, ”অনেকেই জিজ্ঞাসা করছেন যে কেন আমরা সকলের জন্য টিকাকরণ প্রক্রিয়া শুরু করিনি। এরকম টিকাকরণ প্রক্রিয়ায় দুটি লক্ষ্য থাকে। এক মৃত্যু আটকানো আর দুই স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করা। যাঁরা চান, তাঁদের টিকা প্রদান করা লক্ষ্য নয়। বরং যাঁদের দরকার, তাঁদের টিকা প্রদান করাই হল আমাদের প্রধান লক্ষ্য।” এরপরই নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন পরিচালক। চিন্তা একটাই ছেলের শ্বাস সংক্রান্ত সমস্যা আবার বাড়লে তখন কি হবে?