মাধ্যমিকের দ্বিতীয় দিন, কেমন হল ইংরেজি পরীক্ষা

পরীক্ষার প্রথম দিনে স্কুল পরিদর্শনে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

0
1531
english paper i madhyamik exam

সল্টলেক: আজ অর্থাৎ শুক্রবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা (madhyamik exam)। কেমন ছিল প্রশ্ন পত্র? জটিল না সহজ? জানালেন পরীক্ষার্থীরা

আরও পড়ুন :মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের জল্পনা, ‘কুন্তল-মানিক-তাপস লুকিয়ে নেই তো’

- Advertisement -

ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই এই পরীক্ষা নিয়ে শেষ নেই কৌতূহলের। বিশেষ করে মাধ্যমিকের ইংরেজি ও অঙ্ক পরীক্ষা নিয়ে থাকে নানা জিজ্ঞাসা। প্রশ্ন পত্র কেমন হয়েছে? কমন প্রশ্ন কটা পাওয়া গেছে? ইত্যাদি ইত্যাদি। আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। প্রশ্ন করতেই পরীক্ষার্থীরা জানালেন, ”ভালোই হয়েছে পরীক্ষা। সব কমন পাওয়া গেছে”।

আরও পড়ুন :মদমত্ত অবস্থায় মহিলাকে এলোপাথাড়ি কোপ, শেষমেশ পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের

আরও পড়ুন :ওয়ার্কিং কমিটি সদস্য নির্বাচনে খার্গেতেই আস্থা গান্ধীদের, আরও এক বিশ্বাসঘাতকতা, বললেন কংগ্রেসের এক প্রবীণ নেতা

প্রসঙ্গত বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের প্রথমদিন। পরীক্ষার প্রথম দিনে স্কুল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (ramanuj gangopadhyay)। কেমন কেটেছে মাধ্যমিক পরীক্ষার (madhyamik exam) প্রথমদিন। জানিয়ে ছিলেন রামানুজ। “সকাল থেকে কিছুটা মানসিক চাপ ছিল। বেলা বাড়তেই সেই চাপ কেটে যায়। আর তার কারণ হল ছাত্র-ছাত্রী এবং সহকর্মীদের ভালো কাজ। আমাদের অ্যাপও খুব ভালোভাবে কাজ করেছে। আমরা ম্যাক্সিমাম জায়গায় সবকিছু খুব ভালোভাবে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। আগে আমরা শুধুমাত্র ফোন ও এসএমএস এর উপর নির্ভরশীল ছিলাম। এখন আর সেটা নেই। প্রথম দিন নির্বিঘনেই পরীক্ষা হয়েছে, আশা করব পরবর্তী ছয়দিনও এভাবেই চলবে। ” পাশাপাশি মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি বলেন, “আমি ইতিমধ্যেই খবর পেয়েছি, মাধ্যমিক পরীক্ষার (madhyamik exam) প্রশ্নপত্র নিয়ে কোনরকম সমস্যা হয়নি। রাজ্যের মোট ২৮৬৭ কেন্দ্রে পরীক্ষা ভালো ভাবে হয়েছে। প্রশ্নপত্র বেরোনো আটকাতে আমরা সামান্য কিছু মডিফিকেশন করেছি। এবারে প্রশ্নপত্র না বেরোনো আমাদের কোনও কোন কৃতিত্ব নয়। কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ থাকবেই যারা এই ধরনের কাজ করতে চেষ্টা করবে। আমি ধন্যবাদ জানাবো অভিভাবকদের, ছাত্রদের এবং শিক্ষকদের। তাদের জন্যই প্রশ্নপত্র এবারে বেরোয়নি। “