
বিনোদন ডেস্ক: আজ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর জন্মদিন, আজ সকলের প্রিয় মিঠাইয়ের জন্মদিন। এই প্রথমবার জন্মদিনে শহর থেকে দূরে নিজের কাছের মানুষদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। হ্যাঁ, একরাশ আফসোস তো আছেই তবে প্রাপ্তিও আছে। জন্মদিনে নিজেকে বিশেষ উপহার দিলেন মিঠাই।
জন্মদিন মানেই সারা বছরের ব্যস্ততম দিনগুলোর মধ্যে একটু নিজেকে সময় দেওয়ার দিন, ভালো থাকার দিন, আনন্দে থাকার দিন। সেই কারণেই আজকের দিনটা বিশেষ করে তুলতে পছন্দের জায়গায় পাড়ি দিলেন অভিনেত্রী। ধারবাহিকের মতোই বাস্তব জীবনেও গোপাল বড় পছন্দের তাঁর। সেই টানেই এবার বৃন্দাবনে ছুটে গেলেন সৌমিতৃষা। এদিন গৌড় সাজে দেখা গেল তাঁকে। হাতে বাঁশি, কপালে তিলক কৃষ্ণ বেশে নজর কাড়লেন অভিনেত্রী।
View this post on Instagram
View this post on Instagram
এদিকে প্রিয় মিঠাই রাণীর জন্মদিন উদযাপন বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। যেহেতু সৌমিতৃষা আগেই জানিয়ে দিয়েছিলেন এই বছর জন্মদিনে শহরে থাকছেন, তাই স্টুডিওতে এসে আগে থেকেই অনুরাগীরা দেখা করে গিয়েছে। এত ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠাই।