জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ট্রাফিক ডিপোয় ঢুকল ট্যাঙকার

0
23

খাস খবর ডেস্ক: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর জখম হলেন কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ ৪১ নং জাতীয় সড়কে নন্দকুমার থানা দঃ নারকেলদা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ব্যারেজ থেকে জল ছাড়ার দায় কার, জানাল ডিভিসি

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই সিভিক ভলেন্টিয়ার নারায়ণ চন্দ্র মাইতি ও সন্দীপ নায়ক। প্রতিদিনের মতো মঙ্গলবারও ৪১ নং জাতীয় সড়কে নন্দকুমার থানার দঃ নারকেলদা এলাকায় এই দুই সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। আচমকাই একটি হলদিয়াগামী গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক বুথে ঢুকে পড়ে। বুথের মধ্যে থাকা কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার জখম হন।

আরও পড়ুনঃ বানের জল থেকে রক্ষা পেল না থানাও, দুর্ভোগে পুলিশ কর্মীরাও

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় জখম সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুই সিভিক ভলেন্টিয়ার চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার পর গ্যাস ট্যাঙ্কারের চালক ও খালাশি পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝাঁ সহ বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার পর গ্যাস ট্যাঙ্কারের চালক ও খালাশি পলাতক। গ্যাস ট্যাঙ্কারটি আটক করে থানায় নিয়ে আসা হয়। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। দ্রুতগতি থাকার কারণে দুর্ঘটনা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।