ঘুষ নিয়ে বাংলাদেশিকে প্রতারণায় ইন্ধন জুগিয়ে সাসপেন্ড ৪ অফিসার

0
160

মালদহ: এক বাংলাদেশি জমি মাফিয়াকে প্রতারণায় ইন্ধন জুগিয়ে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল চার পুলিশ অফিসারের বিরুদ্ধে৷ ঘটনায় মালদহের ইংরেজবাজার থানার তিন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে৷ পাশাপাশি ওই থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে ক্লোজ করা হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া তিন পুলিশ অফিসারের নাম সুবীর সরকার, নরবু ডুগপা এবং তনয় চক্রবর্তী৷ এই তিন সাব ইনস্পেকটরকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে৷ সঙ্গে ক্লোজ করা আইসি অমলেন্দু বিশ্বাসের জায়গায় ওই পদে অস্থায়ীভাবে ত্রিগুণা রায়কে বহাল করা হয়েছে৷

- Advertisement -

মালদহের পুলিস সুপার অলক রাজোরিয়া জানান, ঘটনার সূত্রপাত হয় ফেব্রুয়ারি মাসে৷ বাংলাদেশি এক ব্যক্তিকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ৷ এরপর তাকে আদালতে পেশ করা হয়৷ সেখানে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে দেয়৷ হেফাজত শেষে আদালতে তাকে পেশ করা হয়৷ কিন্তু সেই সময় ওই বাংলাদেশি ব্যক্তির জামিন মঞ্জুর হয়ে যায়৷

এই ঘটনার পর সন্দেহ হয় পুলিশের৷ শুরু হয় তদন্ত৷ জানা যায়, সুবীর সরকার, নরবু ডুগপা, তনয় চক্রবর্তী ও আইসি অমলেন্দু বিশ্বাস ওই ব্যক্তির থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে এক ভারতীয় নাগরিককে প্রতারণা করে জমি বিক্রি করতে সাহায্য করে৷ এরপরই গা ঢাকা দেয় ওই বাংলাদেশি ব্যক্তি৷ প্রাথমিক তদন্তের পর মালদহের ইংরেজবাজার আইসিকে ক্লোজ করা হয়৷ সঙ্গে তিন সাব ইনস্পেকটরকে সাসপেন্ড করা হয়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷