হেলিকপ্টার চড়ে দার্জিলিং ভ্রমণ, রাজ্য সরকারের নয়া উদ্যোগ

0
61
travel

খাস ডেস্ক: পর্যটনপ্রেমীদের জন্য সুখবর! পাহাড়ে ধস হোক বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ট্রেন বাতিল! এবার পাহাড় ভ্রমণে (travel) নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। আর ট্রেন, বাসের সফরের চিন্তা না করেই আকাশ পথে পৌঁছে যান দার্জিলিং।

জানা গিয়েছে, রাজ্যের তরফ থেকে এক নয়া উদ্যোগ নেওয়া হয়েছে পর্যটনপ্রেমীদের জন্য। এবার কোনও রকম ট্রেন বা গাড়িতে সফর না করে একেবারে আকাশ পথে পৌঁছে যান দার্জিলিং। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটন দফতর এবং কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউট যৌথভাবে উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

সূত্রের খবর, দার্জিলিঙে টয় ট্রেন অত্যন্ত আকর্ষণীয়। তবে পাহাড়ে সৌন্দর্য ঘুরতে টয় ট্রেনের বিকল্প আর কিছুই হয় না। কিন্তু পাহাড়ে ধস এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবার নয়া সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য। হেলিকপ্টারে চড়ে আভাস পথে পাহাড়ের সৌন্দর্য পরিদর্শন করতে পারবে পর্যটকেরা।

আরও পড়ুন –Weather update: বড়সড় পরিবর্তন আবহাওয়াতে, ১২ ডিগ্রির নীচে তাপমাত্রা…

রাজ্য পরিবহন দফতর জানিয়েছে, বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা পাহাড়ের টানে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকা ঘুরতে আসেন। তবে সেই ঘোরায় যাতে আর কোনও রকম বাধা না পরে তার জন্যই বিকল্প পন্থা গ্রহণ করল সরকার। ৩১ বছর পর মিরিকে ফিরবে এমন পরিষেবা।

মিরিকে হেলিপ্যাড তৈরি করা যায় কিনা তার জন্য মঙ্গলবার কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউটের তরফে মিরিকে একটি হেলিকপ্টার অবতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে এই ট্রায়াল করা হয়। সর্বশেষ ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন মিরিক সফরে গেলে হেলিকপ্টার অবতরণ করেছিলেন। তবে মঙ্গলবারে এই ট্রায়ের সেশন সফল হওয়ায় ভবিষ্যতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগী।