100 Days Work: ১০০ দিনের জব হোল্ডারদের স্বাস্থ্য দফতরে কাজের ব্যবস্থা, বড় ঘোষণা নবান্নের

0
43

খাস ডেস্ক: ১০০ দিনের প্রকল্পের (100 Days Work) টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু কোনও কিছুতেই ফল মেলেনি। তাই অবশেষে ১০০ দিনের (100 Days Work) জব হোল্ডারদের জন্য বড় ঘোষণা করল মমতার সরকার। কি সেই ঘোষণা?

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

১০০ দিনের প্রকল্পের (100 Days Work) অধীন জব হোল্ডারদের স্বাস্থ্য দফতরে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যার জেরে ইতিমধ্যেই ১০০ দিনের কাজে (100 Days Work) জব কার্ড হোল্ডার কারা তাঁদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন। আর নবান্নের সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্যের সব জেলাই পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখে ওই সব জব কার্ড হোল্ডারদের নামের তালিকা তৈরি করতে শুরু করেছে।

আরও পড়ুন-weather Update: আরও নিম্নমুখী পারদ, কলকাতায় আজ ন্যূনতম তাপমাত্রা কত, জানুন…

নবান্ন সূত্রের খবর, ১০০ দিনের প্রকল্পে (100 Days Work) কেন্দ্রের বরাদ্দ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাই আর কেন্দ্রের ওপর ভরসা না করে ১০০ দিনের প্রকল্পে (100 Days Work) জব হোল্ডারদের রাজ্য বিভিন্ন দফতরের কাজে তাদের লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার। সেই নির্দেশকেই মান্যতা দিয়ে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজে নিয়োগ করা হবে ১০০ দিনের (100 Days Work) জব হোল্ডারদের।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor