Fraud Case: প্রায় ২৪ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ইছাপুরের বাসিন্দা

0
47

বিধাননগর: রাজ্যজুড়ে সক্রিয় প্রতারণা চক্র। একের পর এক প্রতারণা চক্রের শিকার হচ্ছে সাধারণ মানুষ। খোয়া গিয়েছে লক্ষ লক্ষ টাকা। এবার প্রায় ২৪ লক্ষ টাকার প্রতারণার ঘটনায় ইছাপুরের এক বাসিন্দা গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, ল্যাপস হয়ে যাওয়া বীমা পলিসি রিফান্ড করার নাম করে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ইছাপুরের বাসিন্দা অনির্বাণ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা পুলিশ। আজ তাকে বিধাননগর কোর্টে তোলা হবে।

- Advertisement -

আরও পড়ুন-Sealdah Metro: প্রতীক্ষার অবসান, সবুজ সঙ্কেত মিললেই গড়াবে শিয়ালদহ মেট্রোর চাকা

পুলিশ সূত্রের খবর ,গত ১/১১/২০২১ তারিখে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা দীপ্তা মহাপাত্র (৭০) নামে এক ডাক্তার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করে তিনি জানান যে, তার কাছে ক্যাপিটাল ফিন্যান্স সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার পক্ষ থেকে তার সঙ্গে এক ব্যক্তি যোগাযোগ করেন। ওই ব্যক্তি বলেন যে, তার ল্যাপস হয়ে যাওয়া বীমা পলিসি উদ্ধার করে দেবেন।

এরপর অভিযোগকারী ওই সংস্থার অফিস সেক্টর ফাইভের অফিসে গিয়ে কথা বলে আসেন। এরপর ওই ল্যাপস হয়ে যাওয়া বীমা পলিসি উদ্ধার করার জন্য বিভিন্ন কারণ দেখিয়ে বারংবার প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে নেয়। কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও কোনও সদুত্তর না পাওয়ার কারণে সে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছে। এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।

আরও পড়ুন-Oxygen plant: অভিনব উদ্যোগ, অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে সাগর গ্রামীণ হাসপাতালে

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কলকাতা এয়ারপোর্ট থেকে অনির্বাণ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজেকে ওই কোম্পানির ম্যানেজার পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র চালাতো। ধৃতের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট কার্ড, ৫০ হাজার টাকা, মোবাইল ও সিম কার্ড উদ্ধার হয়েছে।