জ্বলছে ঝুপড়ি,  জ্বলছে দোকান, ইদের দিন ভয়াবহ আগুন উলুবেড়িয়াতে

0
38
uluberia fire

উলুবেড়িয়াঃ ইদের দিন ভয়াবহ আগুন (Fire) উলুবেড়িয়াতে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে জমা করে রাখা হোগলায় আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনে জ্বলে যায় বেশ কিছু ঝুপড়ি ঘর।

আরও পড়ুন :ক্ষোভ প্রশমিত! সিবিআইয়ের চিঠি পেয়ে যাবতীয় বিতর্কের ইতি চাইছে বিধানসভার সচিবালয়

- Advertisement -

পাশেই চলছিল একটি মেলা। মেলার দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে যায় মোট ৩টি ইঞ্জিন । সম্প্রতি সিটি সেন্টার ২- (City Centre 2) এর পিছনে ভয়াবহ আগুন লাগে (Fire)। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক অস্থায়ী দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন ও নিউটাউন কলকাতা ডেভেলপ অথরিটি বা এনকেডিএর (NKDA) একটি জলের ট্যাঙ্কার যায় ঘটনাস্থলে। পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে।

আরও পড়ুন :ইদের সকালে পর পর দুর্ঘটনা, চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, গুরুতর জখম দুই আরোহী

আরও পড়ুন :বিধায়ক পদ কি থাকবে মুকুল রায়ের? কী বললেন বিধানসভার স্পিকার

স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে দোকানগুলিতে জল দিতে শুরু করেন। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন (Fire) লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করে ইকো পার্ক থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।