আদালতের ভয়ে মুখে উলটো কথা বলছেন Abhisekh Banerjee, দাবি প্রিয়াঙ্কার

0
146

বারাসত: বিধানসভা ভোটের ফল প্রকাশের পর প্রায় ৮-৯ মাস কেটে গিয়েছে। এখনও শাসক দলের ভয়ে ঘরে ফিরতে পারেননি অনেকে। ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতেও বারবার এ কথা জানিয়েছেন মামলকারীরা। তবে, মামলকারীদের সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছে রাজ্য। এবার ভোট পরবর্তী হিংসায় আদালতের আইনি প্রক্রিয়া নিয়ে তৃণমূলের অবস্থান সম্পর্কে সুর চড়ালেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আরও পড়ুনঃ হারিয়ে যেতে বসেছে পুতুল নাচ, মোবাইল, ফেসবুকে মগ্ন নব প্রজন্ম

- Advertisement -

শুক্রবার বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের বিজেপির সংগঠনকে আরও উজ্জীবিত করতে উপস্থিত হন রাজ্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন তিনি বলেন, ‘ভোট পরবর্তী হিংসায় আদালতের আইনি বিচারের জন্য ভয় পেয়েছে তৃণমূল। বর্তমানে যে পরিমান হিংসা বেড়েছে, তারপরেও কোর্টের মাধ্যমে যেভাবে আমরা লড়াই করেছি, তার জন্য তৃণমূল এগিয়ে যেতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল কোনও ধরনের ঝামেলা করতে হবে না, শান্তিতে থাকুন। কোর্ট থেকে ভয় পেয়েছে সেই জন্য বলেছে। এখন সিবিআই তদন্ত চলছে বলে চুপ আছে। না হলে এখনও অশান্তি করত।’

আরও পড়ুনঃ অবসরের ঘোষণা দিয়ে এখন আক্ষেপ করছেন টেনিস সুন্দরী সানিয়া 

তিনি আরও বলেন, ‘এখনও বারাসতে ২৪জন বাড়িতে ঢুকতে পারেনি। কোর্ট আমাকে অনুমতি দিয়েছে তাদের নাম নিয়েছি। আমি এফিডেভিট ফাইল করছি। বারাসত তো শুধু একটা উদাহরণ, রাজ্যের অনেক জেলায় এখনও বিজেপি কর্মীরা বাড়ির বাইরে আছেন। আমি প্রমাণ করব রাজ্য সরকার মিথ্যাবাদী সরকার।’

বিজেপি নেত্রীর কথায়, ‘ভবানীপুরের লড়াই ছিল রাজনৈতিক। আজ বারাসত আদালতে দাঁড়িয়ে আছি সমাজকে একটা মেসেজ দেওয়ার জন্য। আমি প্রত্যেক বার কাউন্সিল নির্বাচনে যাব। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রাজনৈতিকভাবে লড়াইয়ে নামেনি, একজন আইনজীবী হয়ে লড়াই করেছিল। সমস্ত আইনজীবী ভাইদের বলছি, সমাজের গরিব মানুষের জন্য লড়াই করুন, যাদের সঙ্গে অন্যায় অবিচার হচ্ছে তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য লড়াই করুন।’

আগামী ৩১ শে জানুয়ারি ও ১ লা ফেব্রুয়ারী বারাসত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। মোট ১৩ টি আসনে নির্বাচন হবে। গত বছর ৮ টি আসন পেয়ে জয় যুক্ত হয়েছিল সিপিএম কংগ্রেস জোট, তৃণমূল পেয়েছিল ৫ টি আসন। বিজেপি কোনও আসন পায় নি। এবছর বারাসত জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বাড়িয়ে জয়ী হওয়ার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে বিজেপি নেতৃত্ব।