বিয়ের ক’মাস কাটতেই পরকীয়ায় লিপ্ত স্বামী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ

0
103

বাঁকুড়া: প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছিল বিয়ের। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সুখের সংসারে বাধ সাধল অন্য এক নারী। স্বামীর এই পরকীয়া মেনে নিতে না পারাই কি কাল হয়ে দাঁড়াল গৃহবধূ। শ্বশুরবাড়ির বিরুদ্ধে উঠছে খুনের অভিযোগ।

বাঁকুড়ার মেজিয়া থানার অন্তর্গত জুজঘাটি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর সমরেশ বাউরি। বছর কয়েক আগে ভালোবেসে বিয়ে করেন পুরুনিয়া গ্রামের বাসিন্দা অপর্ণাকে। বিবাহিত জীবনের প্রথম কয়েক মাস বেশ ভালোই কাটছিল। কিন্তু এরপরই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সমরেশ। সংসারে শুরু হয় অশান্তি। এমনকি স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। বাপের বারিচলে গেলে সেখান থেকেও ফিরিয়ে নিয়ে আসা হয় অপর্ণাকে।

- Advertisement -

আরও পড়ুন: জেলে বসেই প্রেমের ফাঁদ Sukesh’র, কোনও রকমে প্রানে বেঁচেছিলেন এই অভিনেত্রী

শনিবার অস্বাভাবিক মৃত্যু হয় গৃহবধূর। মৃতার পরিবারের অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নেয়নি বলেই শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী ও তাঁর বাবা-মাকে আটক করেছে মেজিয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সমম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।