দেবী দুর্গার অকাল বোধন রংধামালিতে

0
58
durga puja

জলপাইগুড়িঃ দেবী দুর্গা (durga puja) ফিরে গেছেন কৈলাসে। দুর্গা পুজো শেষে দেবী লক্ষ্মী এসেছেন মর্ত্যে। সেই পুজোও শেষ। আর ঠিক এই সময়ে দুর্গা পুজোয় মেতে উঠেছে জলপাইগুড়ির রংধামালি।

আরও পড়ুন : হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র এলাকা, গ্রেফতার অভিযুক্ত

- Advertisement -

রংধামালি এলাকায় দুর্গা পুজো ঘিরে রীতিমত উৎসবের আমেজ। পুজোর শেষ হয়ে যাওয়ার পরেও ফের নতুন করে এখানে পুজোর আনন্দে মেতে উঠেছে‌ন কয়েক হাজার মানুষ। স্থানীয় মানুষের বিশ্বাস মা কৈলাসে ফিরে যা‌ওয়ার সময় রংধামালি‌র এই এলাকায় বিশ্রাম নিচ্ছি‌লেন। ওই সময় দেবীকে দেখে তাকে পুজো দেন গ্রামবাসীরা। সেই প্রথা মেনে প্রতি বছর‌ই পুজো‌র আয়োজন করেন গ্রামবাসীরা। এখানে একটি বড় মেলার‌ও আয়োজন করা হয়। ১৪১ বছর ধরে এই পুজো ও মেলার আয়োজন করা হচ্ছে রংধামালি‌তে। উদ‍্যোক্তা কৃষ্ণ দাস জানান, পুজো উপলক্ষে তিনদিন ধরে চলে মেলা। জলপাইগুড়ি‌র প্রাচীন এই মেলা মহারাজার মেলা নামেই পরিচিত। চলতি বছরে পুজোর বাজেট প্রায় ১০ লাখ টাকা।

আরও পড়ুন :শুধু বিমান নয়, এবার ট্রেনেই পৌঁছান যাবে কলকাতা থেকে আগরতলা

প্রসঙ্গত অতিমারির ২ বছর পর গ্রাম থেকে শহর মেতে উঠেছিল দুর্গা পুজোয় (durga puja)। প্যান্ডেলে প্যান্ডেলে চোখে পড়ার মত ভিড় ছিল। বৃষ্টি মাথায় নিয়েও মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে ছিলেন। থিম থেকে সাবেকিয়ানা। চারিদিক ম ম করছিল পুজোর আনন্দে। মুখে হাসি ফুটে ছিল ঢাকিদের। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও আনন্দের জোয়ার এনেছিল দুর্গা পুজো।