Durga puja: মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

0
94

খাস খবর ডেস্কঃ ঢাকে কাঠি পড়ে গেছে। একাধিক পুজো মণ্ডপে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। গত বছরের দেড় বছরের কার্যত গৃহবন্দি জীবন যাপনের পর এবার খানিকটা স্বস্তি। এই বছর ৪৯তম বর্ষে পা দিল উত্তর হাবড়া সেবা সংঘের পুজো। করোনা আবহে খুব জাঁকজমকপূর্ণ আয়োজন উদ্যোক্তারা করেননি। “ডাকের স্বাজে মায়ের মূর্তি,, আর সবেকিয়ানার ঢঙে সরকারি নির্দেশ মেনে খোলা মেলা প্যান্ডেল করার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি।

আরও পড়ুনঃ Accident: চোখের সামনে গর্ভজাতকে পিষে দিল বাস, বাকহারা জননী

- Advertisement -

অতিমারি পরিস্থিতির আগে উত্তর হাবড়া সেবা সংঘে থিমের পুজো হতো বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। তবে গত বছর থেকে আতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে খোলামেলা মন্ডপেই পুজো হচ্ছে। হাতে গোনা আর কয়েকদিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব। তাই এক প্রকার নাওয়া-খাওয়া ভুলে গিয়ে জোর কদমে পুজো মন্ডপ সজ্জার কাজে যুক্ত কর্মীরা ব্যাস্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ  Bonus: মিলল না বোনাস, মন ভাল নেই চা শ্রমিকদের

পুজো কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘আমরা হাইকোর্টের এবং সরকারের সমস্ত নির্দেশিকাকে মান্যতা দিয়ে পুজোর আয়োজন করেছি। রাজস্থানের একটি রাজবাড়ীর নাট মন্দিরের আদলে খোলামেলা মন্ডপ এবং মায়ের মূর্তিতে ডাকের স্বাজের আদলে হবে। পুজোর কটা দিন মণ্ডপে রাখা হবে মাস্ক এবং স্যানিটাইজার।’ পাশাপাশি, দর্শনার্থীদের উদ্দেশ্যে সেবা সংঘের পুজোকমিটির সদস্যরা আবেদন রেখেছেন, কোভিড প্রটোকল মেনে যাতে দর্শকরা পুজো মণ্ডপে এসে দুর থেকে মাকে দর্শন করেন।