মানসিক অবসাদের জের, নির্মীয়মান বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

0
21

সল্টলেক: নির্মীয়মান বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সল্টলেক মহিষবাথানে। মৃতের নাম লাল্টু পাল(৪০)। মৃত মালদার বাসিন্দা।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি কর্মসূত্রে সল্টলেক মহিষবাথানে ভাড়া থাকতেন। ড্রাই ফুড এর ব্যবসা করতেন তিনি। যেখানে ভাড়া থাকতেন তার পাশেই নির্মীয়মান বহুতল থেকে ঝাঁপ দেয় লাল্টু। মৃতদেহ প্রথমে স্থানীয় লোকজনের চোখে পড়লে তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

- Advertisement -

আরও পড়ুন-বাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

সূত্রের খবর, কয়েক বছর ধরে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল ওই ব্যক্তির। এমনকি বিবাহ-বিচ্ছেদের মামলার জড়িয়ে ছিলেন তিনি। ১০-১২ দিন আগে লাল্টুর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আইনিভাবে। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে জেরেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।