তালই হল কাল, অসাবধানে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

0
671

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তালই হল কাল। পুকুর পাড়ে তাল কুড়োতে গিয়েছিলেন বছর ৩৮ এর এক ব্যক্তি৷ কিন্তু অসাবধানে পা হড়কে যায়৷ গিয়ে পড়েন পুকুরের জলে৷ আর সেই জলেই ডুবে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর মিরগাতে। মৃতের নাম সুকুমার সরেন (৩৮)। বাড়ি মিরগাতেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরের দিকে সুকুমারবাবু গ্রামেরই এক পুকুর পাড়ের কাছে গাছ থেকে তাল কুড়োতে গিয়েছিলেন। সেই সময় অসাবধানবশত পা হড়কে যায়৷ সোজা গিয়ে পড়েন পুকুরের জলে৷ পুকুরের গভীরতা বেশি থাকায় জলের মধ্যে হাত-পা ছড়িয়ে লাফাতে থাকেন৷ কিন্তু পা হড়কে পড়ে যাওয়ার সময় আঘাত পান তিনি৷ তাই পুকুরের জল থেকে আর উঠতে পারেননি৷ ওই পুকুরের জলেই ডুবে মারা যান তিনি।

- Advertisement -

সকালে স্থানীয়রা প্রথম মৃতদেহটি দেখতে পায়৷ এদিন সকালে তারা পুকুরে গিয়ে সুকুমারবাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ তারাই সুকুমার সরেনকে জল থেকে বের করে আনেন৷ খবর যায় মৃতের বাড়িতে এবং শালবনীর পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। আকস্মিক এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।