মুখ্যমন্ত্রীর জনসভার আগে মালদহ শহর পরিদর্শনে জেলাশাসক

0
221

নিজস্ব সংবাদদাতা, মালদহ: আগামী ১০ ফেব্রুয়ারি মালদহ শহরে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর জনসভা। সোমবার মুখ্যমন্ত্রীর সভা স্থলের প্রস্তুতি ঘুরে দেখলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ অন্যান্য আধিকারিকরা।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সংসদ তথা তৃণমূলের জেলা সভানেত্রী মৌসুম নূর, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। আগামী ১০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে মালদহ ডিএসএ সংলগ্ন ময়দানে। হেলিপ্যাড তৈরি করা হয় ডিএসএ ময়দানে।

- Advertisement -

জানা গিয়েছে, ডিএসএ ময়দান ঘুরে দেখেন পুলিশ কর্তারাও। পাশাপাশি সোমবার মুখ্যমন্ত্রীর সভা নিয়ে প্রশাসনিক বৈঠক শুরু হয় ডিএসএ ময়দানের সভা কক্ষে। রাজনৈতিক নেতৃত্বদের পাশাপাশি প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে।