নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ টেট উত্তীর্ণদের, উত্তাল APC ভবন চত্বর

0
73

সল্টলেক: নিয়োগের দাবিতে একাধিকবার পথে নেমেছে আন্দোলনকারীরা। এদিন ফের বিক্ষোভে ডাক দিল টেট উত্তীর্ণরা। রীতিমত এপিসি ভবনের সামনে বসে বিক্ষোভের করছেন তারা।

জানা গিয়েছে, এদিন আপ টু ডেট ভ্যাকেনসি অনুযায়ী ৯৮৯৬ জনের নিয়োগের দাবিতে সল্টলেকে এপিসি ভবনের সামনে ২০১৭ প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্য মঞ্চের বিক্ষোভ। এই মুহূর্তে এপিসি ভবনের সামনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। বুধবার উল্টোডাঙা থেকে মিছিল করে APC ভবনে সামনে আন্দোলনকারীরা।

- Advertisement -

আরও পড়ুন-বুধবার ফের ধস সোনার দরে, এই সুবর্ণ সুযোগ আজই কিনে ফেলুন গহনা

আন্দোলনকারীদের দাবি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার জন্য ২০১৭ সালে অক্টোবর মাসে অনলাইনে আবেদন পত্র গ্রহণ করে। এবং রাজ্যের আড়াই লক্ষ প্রশিক্ষিত ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করে। পাঁচ বছর পর ২০২১ সালের ৩১ জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হয়। এরপর ২০২২ সালে ১০ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

তাদের অভিযোগ, ওই পরীক্ষায় প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ৯৮৯৬ জন পরীক্ষার্থী সফল হয়। পরীক্ষার ফল প্রকাশের পর চার মাস কেটে গেলেও নিয়োগের কোনও বিজ্ঞপ্তি দেয়নি পর্ষদ। তাই খুব দ্রুত আপটু ডেট ভ্যাকেনসি অনুযায়ী ৯৮৯৬ জনের নিয়োগের দাবি নিয়ে আজ এই বিক্ষোভ।