অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু, স্কুলের হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ

0
34
child

নিজস্ব সংবাদদাতা, পটাশপুর: গভীর রাতে স্কুলের হোস্টেল থেকে বেরিয়ে নারকেল গাছে ডাব পাড়তে ওঠে৷ সেই সময় গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু (Student Death) হয় অষ্টম শ্রেণির ওই ছাত্রের৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ ব্লকের গোপালপুর ইউনিয়ান রাখাল বিদ্যালয়ে৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সৈকত রায় (১৪)৷ বাড়ি গোকুলপুর অঞ্চলের আইমাগড়গড়িয়া গ্রামে। খবর পেয়ে ভোরের দিকে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এরপর মৃতদেহটি কাঁথি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ছাত্রের পরিবার৷

আরও পড়ুন: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহনওয়াজ প্রধান

সূত্রের খবর, গোপালপুর অঞ্চলে অবস্থিত গোপালপুর ইউনিয়ান রাখাল বিদ্যালয়ের হোস্টেলে দীর্ঘদিন ধরেই প্রায় ১০০ জন ছাত্রছাত্রী থাকে। শুক্রবার গভীর রাতে হোস্টেলের তিন ছাত্র চুপিসাড়ে হোস্টেল ছেড়ে বেরিয়ে স্কুলেরই নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়েছিল। একটি গাছে ডাব পাড়তে উঠেছিল সৈকত আর নীচে দাঁড়িয়েছিল তাঁর দুই সহপাঠী বন্ধু।

আরও পড়ুন: কমবে সংসার খরচ, কমল ডিমের দাম

অন্ধকারের মধ্যেই গাছের অনেকটা উপরে যাওয়ার পর আচমকাই সেখান থেকে সটান নীচে পড়ে যায় সৈকত। মাথায় গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি দেখেই আতঙ্কিত বাকি দুই ছাত্র হোস্টেলে পালিয়ে যায়। পরে তাঁদের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে পেরেই স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: তৃণমূল নেতার হাত ধরে নিয়োগ দুর্নীতির টাকা যেত বলিউডেও

ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে স্কুলের পক্ষ থেকে স্থানীয় পটাশপুর থানায় বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে মৃত ছাত্রের পরিজনকেও মর্মান্তিক ঘটনার খবর দেওয়া হয়। প্রশ্ন উঠছে, গভীর রাতে স্কুল চত্বরে স্কুল কর্তৃপক্ষ থাকাকালীন এই ঘটনা কীভাবে ঘটলো? গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছে মৃত ছাত্রের বাবা।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সুনীল জানা বা হোস্টেল সুপার সঞ্জয় বসুর সঙ্গে যোগাযোগের করার জন্যই ফোনে করা হয়। তিনি ফোন ধরেননি। তাই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পটাশপুর থানার পুলিশ এক পুলিশ আধিকারীক জানান, স্কুলের গাছ থেকে পড়ে গিয়ে ছাত্র মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে৷