নারী দিবসে নারীদের সম্মান রক্ষার্থে কঠোর পদক্ষেপ আদালতের

0
21

খাস ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে নজিরবিহীন ঘটনা ঘটল। আজকের দিনেই বিচার পেলেন এক নির্যাতিতা। মঙ্গলবার নারীদের সম্মান রক্ষার্থে এবং অত্যাচার বন্ধ করতে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট আদালত।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপhttps://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

এই ঘটনাটি ঘটেছে প্রায় ১০ বছর আগে। সূত্রে খবর, বনগাঁর সবাইপুরের বাসিন্দা আচিয়া বিবি ২০১২ সালের ২২ আগস্ট পাওনা টাকা নিতে চাকদায় আসেন। এরপরই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকেরা যোগাযোগ করলেও খোঁজ না পেয়ে বনগাঁ থানায় মিসিং ডায়েরি করে। কয়েকদিন পর নদিয়ার গাংনাপুর থানার বুবলি মাঠ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। আচিয়া বিবির পরিবারের লোকেরা এসে মৃতদেহ সনাক্ত করে। জানা যায়, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে মিজানুর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ধৃত ব্যক্তি আচিয়া বিবিকে ভুল বুঝিয়ে একটি মাঠে নিয়ে যায়। যেখানে প্রথম থেকেই তার দুই বন্ধু সাহাজেল মণ্ডল এবং আব্দুল হালিম মণ্ডল অপেক্ষা করছিল। আচিয়া বিবি সেখানে গেলে তিনজন মিলে তাঁর গয়না লুঠ করে এবং তাঁকে ধর্ষণ করে। এমনকি প্রমাণ লোপাটের চেষ্টায় তাঁর শাড়ি খুলেই গলায় ফাঁস লাগিয়ে দেয়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ১০ বছর ধরে এই মামলা বিচারাধীন থাকার পর অবশেষে বিচার পেল মৃতা এবং তাঁর পরিবার।

আরও পড়ুন: পুরভোট শেষ, চেয়ারম্যান পদে ‘বহিরাগত’ ইস্যুতে বিতর্ক বাড়ছে এই জেলায়

অন্যদিকে, মঙ্গলবার ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে কুশপুতুল জ্বালিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাল বনগাঁর বাসিন্দারা। জানা গিয়েছে, কয়েকদিন আগে বনগাঁ থানার অন্তর্গত নেতাজি নগর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই বাবার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত নিজেই আদালতে আত্মসমর্পণ করে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ‘অভিযুক্তের কঠোর শাস্তি হোক। কোনও উকিল যেন তার হয়ে মামলাটি না লড়ে।’ আন্তর্জাতিক নারী দিবসে এক নির্যাতিতা নাবালিকার পাশে দাঁড়িয়ে বিচারের দাবি করলেন বিক্ষোভকারীরা।