বেসরকারি হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালে আসুন, করোনা রোগীদের অনুরোধ স্বাস্থ্যকর্তার

0
93

রায়গঞ্জ: জেলার করোনা পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্তা ডাক্তার সুশান্ত রায়। বৈঠকে তিনি জানান, জেলায় করোনা চিকিৎসার জন্য আরও ১০০টি বেড বাড়ানোর পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ দ্রুত শুরু হবে।

এছাড়া করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা এখন থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য ২০ বেডের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) খোলার প্রস্তুতি নিচ্ছি। এদিনের বৈঠক থেকে করোনা আক্রান্ত রোগীদের বেসরকারি হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ারও অনুরোধ করেন তিনি।

- Advertisement -

সুশান্তবাবু আরও বলেন, জ্বর হলেই করোনা নয়। তবে জ্বর হলে দেরি না করে করোনা টেস্ট করাতে হবে। এজন্য জেলাজুড়ে করোনা টেস্ট বাড়ানোর জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন তিনি। কার্যত মুখ্যমন্ত্রীর সুরে বেসরকারি হাসপাতালগুলোকে হুশিয়ারি দেন সুশান্তবাবু। কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে সেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। খুব শীঘ্রই ভবন নির্মাণের কাজ শেষ করে এটি চালু হবে। নির্মাণকারী সংস্থা দিন-রাত কাজ করছে। এটি তৈরি হলে করোনা আক্রান্তদের অক্সিজেনের চাহিদা সহজেই মিটবে।

রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক মহল ও এলাকার বাসিন্দারা। হাসপাতাল ক্যাম্পাসের পিছন দিকে এই প্লান্ট বসানো হচ্ছে। আপাতত ভবন নির্মাণের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সরকারের প্রতিনিধিরা এসে সামগ্রিক বিষয় পরিদর্শন করবে। তারপর যন্ত্রপাতি বসানোর কাজ হবে। এই প্লান্টে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে।

ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগ বলেন, স্বাস্থ্য দফতর থেকে এই কাজ হচ্ছে। জেলাশাসকের নির্দেশে আমি বিষয়টি দেখছি। আজ পরিদর্শনে গিয়েছিলাম। জোরকদমে নির্মাণকাজ চলছে। চলতি মাসেই কাজ শেষ করে সামনের মাস থেকেই এখানে অক্সিজেন উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল জানান, দ্রুত গতিতে কাজ চলছে।