বেকারত্ব ঘোচাতে মুখ্যমন্ত্রীর নয়া উদ্যোগ, ‘কর্ম মেলা’

0
132

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: যা নেবেন ১০ টাকা ১০ টাকা৷ ঠিক এই কথাটা মেলাতে গেলেই শোনা যায়৷ আর মেলা মানেই হরেক রকম পসরা৷ থাকে সংসারের জিনিস, মেয়েদের প্রসাধনী সামগ্রী, জামা-কাপড়, খাবার থেকে শুরু করে রাইডস৷ কিন্তু আপনি কখনও শুনেছেন ‘কর্ম মেলা’৷ কী ভাবছেন তো এই রকম মেলা আবার হয় নাকি৷

হ্যাঁ হয় বইকি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘কর্ম মেলা’-ও দেখা যায় এই রাজ্যে৷ ব্যারাকপুর পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা জয়দেব দাসের উদ্যোগে এলাকার এনসিসি উদ্যানে এক কর্মশালার আয়োজন করা হয়৷ এই কর্মশালায় চাকরি প্রার্থীরা তাঁদের সিভি জমা দেন।

- Advertisement -

জানা গিয়েছে, প্রায় ৫০০ থেকে ৬০০ প্রার্থী এই ‘কর্ম মেলায়’ তাঁদের বায়োডেটা জমা দেন। আটটি বেসরকারি কোম্পানি এই মেলায় তাদের প্রয়োজনমতো কর্ম প্রার্থী বেছে নেবেন। এই ধরনের উদ্যোগে আসতে পেরে প্রার্থীরা যেমন খুশি তেমন খুশি উদ্যোক্তারাও।

এই অনুষ্ঠানে এসে ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘‘এই ধরনের উদ্যোগ প্রথম নিল পুরসভা৷ শনিবার সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে কর্ম প্রার্থীরা তাদের বায়োডেটা জমা করছেন।’’ উদ্যোক্তারা জানালেন, শিনবারই ৭০ থেকে ৮০ জনের কর্মসংস্থান হয়ে যাবে৷ আগামী দিনে তাদের জেসিবি এখানে জমা রইল সেখান থেকে বাছাই করে বাকি প্রার্থীদের ডাকা হবে।